পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় CID তদন্ত শুরু - tmc leader

নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্ত শুরু করল CID। গতকাল সকালে নির্মল কুণ্ডুর বাড়িতে যায় CID আধিকারিকদের একটি দল । মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করে CID ।

তদন্তে CID আধিকারিক

By

Published : Jun 8, 2019, 5:36 PM IST

Updated : Jun 8, 2019, 5:45 PM IST

ব্যারাকপুর, 8 জুন : নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্ত শুরু করল CID। গতকাল CID আধিকারিকদের একটি দল তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে যায় । নিমতা থানার তদন্তকারী আধিকারিকরা CID-র হাতে ঘটনাস্থান থেকে পাওয়া তথ্য-প্রমাণ তুলে দেন ।

গতকাল সকালে নির্মল কুণ্ডুর বাড়িতে যায় CID আধিকারিকদের একটি দল । মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করে । স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথাও বলে CID । আধিকারিকরা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় গোটা ঘটনার পুনর্নিমার্ণ করেন । নিমতা থানার তদন্তকারী অফিসাররা ঘটনাস্থান থেকে পাওয়া তথ্য-প্রমাণ CID আধিকারিকদের হাতে তুলে দেন । যদিও CID সূত্রে খবর, আপাতত নিমতা থানার সঙ্গে সামঞ্জস্য রেখে তদন্ত চালানো হবে । ইতিমধ্যে নির্মল কুণ্ডুকে খুনের ঘটনায় পুলিশ বাইক চালক সঞ্জয়কে গোবরডাঙা থেকে গ্রেপ্তার করে ।

এই সংক্রান্ত আর খবর : নির্মল খুনে এবার গ্রেপ্তার বাইক চালক সঞ্জয়

পুলিশ সূত্রের খবর, ধৃত সঞ্জয় দাস ও সুজয় দাসকে খুনের বরাত দিয়েছিল স্থানীয় BJP কর্মী সুমন কুণ্ডু । পুলিশের অনুমান, এই খুনের মাস্টার মাইন্ড সুমনই । যদিও সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে । আগামী 13 জুন ফের সঞ্জয় দাসকে ব্যারাকপুর আদালতে তোলা হবে । তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে এই সন্দেহে ধৃত সঞ্জয়, সুজয় ও সুমনকে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jun 8, 2019, 5:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details