কলকাতা, 10 জানুয়ারি : নৈহাটির বিস্ফোরণের ঘটনার তদন্তভার নিল CID । তদন্তভার নেওয়ার পর আজই নৈহাটিতে বিস্ফোরণস্থান পরিদর্শনে আসে CID-র একটি দল ৷ তাদের সঙ্গে ছিল বম স্ক্য়ায়াডের সদস্যরাও । CID-র পাশাপাশি এলাকা পরিদর্শনে আসেন ব্যারাকপুর এক নম্বর ব্লকের BDO তুহিনকান্তি ঘোষের নেতৃত্বাধীন একটি আধিকারিক দল । গতকাল বারাসতে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে চিহ্নিত করে সেই রিপোর্ট তাঁর দপ্তরে জমা দিতে হবে ৷ সেই মতো আজ ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে যান তুহিনবাবু ৷পরিবারগুলির সঙ্গে কথাও বলেন।
নৈহাটি বিস্ফোরণের তদন্তে CID - নৈহাটি
নৈহাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন আজ ঘটনাস্থানে আসেন ব্যারাকপুর এক নম্বর ব্লকের BDO তুহিনকান্তি ঘোষের নেতৃত্বাধীন আধিকারিক দল ।
প্রশাসনিক সূত্রে খবর, বাড়িগুলি খতিয়ে দেখার পর ক্ষয়ক্ষতির খতিয়ান মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে ৷ তারপর মুখ্যমন্ত্রীর দপ্তরের নির্দেশ মতো ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ৷ ইতিমধ্যেইনৈহাটি পৌরসভাক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে৷ তাদের দেওয়া হয়েছে ত্রিপল ৷ দিনে দু'বার খাবারের ব্যবস্থাও করা হয়েছে ।
গতকাল নৈহাটির ছাইঘাট এলাকায় বিস্ফোরণ হয় ৷ দেবক গ্রাম থেকে প্রচুর বাজি উদ্ধার করে এনেছিল পুলিশ ৷ সেই বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই বিস্ফোরণ ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কেঁপে ওঠে ছাইঘাট ও তার পার্শ্ববর্তী এলাকা ৷ গঙ্গার ওপারে চুঁচুড়াতে বিস্ফোরণের প্রভাব পড়ে ৷ একাধিক বাড়ির কাচ ভেঙে যায় ৷ ঘটনাস্থানে গেলে পুলিশকে ঘেরাওয়ের মুখে পড়তে হয় ৷