পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নার্সিংহোমের আড়ালে নারীপাচার ? CID-র জালে মালিক - basirhat

নার্সিংহোমের আড়ালে চলত নারীপাচার। এই অভিযোগে বসিরহাটের এক নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করল CID।

ধৃত নার্সিংহোমের মালিক সমীর রায়

By

Published : Mar 10, 2019, 2:09 AM IST

বসিরহাট, ১০ মার্চ : নার্সিংহোমের আড়ালে চলত নারীপাচার। এই অভিযোগে বসিরহাটের এক নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করল CID।

ধৃতের নাম সমীর রায়। বাড়ি ঘোলা থানার নাটাগড়ে। ২০১৬ সালে সমীরের বিরুদ্ধে বসিরহাটের বাঁশঝাড়ি গ্রামের এক যুবতিকে পাচারের অভিযোগ উঠেছিল। যুবতির পরিবার জানিয়েছিল, তাদের মেয়ে ওই নার্সিংহোমে কাজ করত। সমীর তাকে ভিনরাজ্যে পাচার করে দেয়। এরপর ঘটনার তদন্ত শুরু করে CID।

২০১৭ সালে নাগপুর থেকে ওই যুবতিকে উদ্ধার করে পুলিশ। তারপর থেকে দীর্ঘদিন ফেরার ছিল সমীর। অবশেষে শুক্রবার গভীর রাতে বসিরহাট থানার সহযোগিতায় CID তাকে গ্রেপ্তার করে।

এর আগে নার্সিংহোমের আড়ালে বাদুড়িয়ায় শিশুপাচারের ঘটনা প্রকাশ্যে এসেছিল।

ABOUT THE AUTHOR

...view details