বসিরহাট, ১০ মার্চ : নার্সিংহোমের আড়ালে চলত নারীপাচার। এই অভিযোগে বসিরহাটের এক নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করল CID।
ধৃতের নাম সমীর রায়। বাড়ি ঘোলা থানার নাটাগড়ে। ২০১৬ সালে সমীরের বিরুদ্ধে বসিরহাটের বাঁশঝাড়ি গ্রামের এক যুবতিকে পাচারের অভিযোগ উঠেছিল। যুবতির পরিবার জানিয়েছিল, তাদের মেয়ে ওই নার্সিংহোমে কাজ করত। সমীর তাকে ভিনরাজ্যে পাচার করে দেয়। এরপর ঘটনার তদন্ত শুরু করে CID।