বারাসত, 9 এপ্রিল: জগদীপ ধনকড়ের দেখানো পথে না-চললে সিভি আনন্দ বোসের চাকরি টিকবে না ৷ তাই ধনকড়ের পথ অনুসরণ করতে হচ্ছে বর্তমান রাজ্যপালকে ৷ সাম্প্রতিককালে রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ৷ রবিবার বারাসতে তৃণমূলের একটি রক্তদান শিবিরে হাজির হন তিনি ৷ সেখানেই ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বারাসতের তৃণমূল বিধায়ক অভিযোগ করেছেন, রাজ্যপালের ভূমিকা নিরপেক্ষ নয় ৷ তাঁর ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি ৷ কিন্তু, সেটা হচ্ছে না ৷
প্রসঙ্গত, উচ্চশিক্ষায় আর্থিক লেনদেন এবং বিশ্ববিদ্যালয়ের কাজের খতিয়ান নিয়ে সম্প্রতি রাজভবন থেকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ আর তা সরাসরি গিয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে ৷ কাজের খতিয়ান নিয়ে এখন থেকে সপ্তাহান্তে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ৷ এমনকি কোনও সমস্যা হলে উপাচার্যরা সরাসরি আলোচনা করতে পারবেন রাজ্যপালের সঙ্গে ৷ সেই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের আবহ তৈরি হয়েছে ৷
যদিও সেই নির্দেশিকার কোনও আইনি বৈধতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সংঘাতের এমন আবহের মধ্যেই আবারও উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ এড়াতে বড়সড় বদল আনতে চলেছে শিক্ষা দফতর ৷ ইতিমধ্যে, শিক্ষা দফতর পুরনো রীতি ফেরাতে সার্চ কমিটিতে ইউজিসি-র প্রতিনিধি নিয়োগের ভাবনা শুরু করেছে ৷ সেই কারণে তোড়জোড় চলছে অর্ডিন্যান্স আনারও ৷ আর এই জটিল পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিজেপিকে দুষেছেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ৷