বারাসত, 18 জানুয়ারি: 'প্রজাপতি'-বিতর্কে (Projapoti Movie Controversy) এবার দেবের পাশে দাঁড়িয়ে ছবির সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। মঙ্গলবার বারাসত বইমেলার (Book Fair) উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রজাপতি ছবির সাফল্য নিয়ে চিরঞ্জিত বলেন, "আমি তো সবসময় চেয়ে এসেছি বাংলা ছবি চলুক। দর্শকদের মনে জায়গা করে নিক বাংলা ছবি। এটাই তো আমার চিরকালের অভিপ্রায়।"
বারাসত পৌরসভার উদ্যোগে প্রথমবার এই বইমেলার আয়োজন করা হয়েছে স্টেডিয়াম সংলগ্ন সরকারি কলেজের ঠিক পিছনের মাঠে। প্রদীপ প্রজ্জালন করে এদিন এই বইমেলার উদ্ধোধন করেন বিশিষ্ট সাহিত্যক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, দুই বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ও সব্যসাচী দত্ত-সহ আরও অনেকে ৷
প্রসঙ্গত, এদিনই 'প্রজাপতি'-র সাফল্য উদযাপনে কলকাতায় এক অনুষ্ঠানে মিলিত হন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা দেব এবং মিঠুন। সেখানে 'নন্দন'-বিতর্ক দূরে সরিয়ে ছবির সাফল্য নিয়ে অভিনেতা তথা সাংসদ দেব বলেন, "মানুষ হইহই করে ছবিটা দেখছে। এর চেয়ে বড় জবাব আর হয় না।" সেই প্রসঙ্গে এদিন বারাসতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে কার্যত দেবের পাশে দাঁড়ান তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,"ও ঠিক কথাই বলেছে। প্রজাপতি ছবি হইহই করে চলছে, এটা আনন্দের বিষয়।"