বাগদা, 12 ফেব্রুয়ারি : শিশুকে যৌন হেনস্থার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার বাগদা থানার উত্তর পাঁচবেড়িয়া গ্রামের ঘটনা ৷ ঘটনায় অভিযুক্ত পলাতক ৷ পুলিশ ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷
শিশুকে যৌন হেনস্থা বৃদ্ধের, অভিযুক্ত পলাতক - ছ'বছরের শিশু
ছ'বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সত্তর বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানার উত্তর পাঁচবেড়িয়া গ্রামে ।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত 4 ফেব্রুয়ারি প্রায় 70 বছরের সিরাজুল হক শিশুটিকে (6) বাড়িতে ডেকে নিয়ে যায় ৷ অভিযোগ, ঘরের মধ্যে নিয়ে গিয়ে সিরাজুল তাকে যৌন হেনস্থা করে ৷ শিশুটি বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা বলে দেয় ৷ সামাজিক লজ্জার ভয়ে ওই শিশুর পরিবার প্রথমে চুপচাপ ছিল।
অবশেষে সোমবার রাতে নির্যাতিতা শিশুর মা বাগদা থানায় সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । গোপন জবানবন্দীর জন্য মঙ্গলবার শিশুটিকে বনগাঁ আদালতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দায়েরের পর সিরাজুল এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে । পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে ।