বারাসত, 9 জানুয়ারি : নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ৷ ভেঙে গেছে বাড়ির দেওয়াল, জানালার কাচ ৷ এই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নৈহাটিতে বাজি বিস্ফোরণ, ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর - উত্তর 24 পরগনা
নৈহাটি বাজি বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
আজ বারাসতে 24তম যাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে এই ক্ষতিপূরণের আশ্বাস দেন ৷ বলেন, "আমি একটু আগেই শুনলাম, নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অভিযোগ করা হয়েছে ৷ সব দেখে প্রয়োজনীয় সাহায্য নিশ্চয় করব ৷"
স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিককে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন মমতা ৷ বলেন, "পার্থ ভৌমিককে সেখানে যেতে বলেছি ৷ ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলতে বলেছি ৷ জেলাশাসককে বলেছি, সব দিক খতিয়ে দেখে একটা রিপোর্ট করতে বলেছি ৷" স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন ৷ কারও কোনও ক্ষয়ক্ষতি হলে সরকার দায়িত্ব নেবে বলেও আশ্বাস দেন ৷ বলেন, "আমরা সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই ৷ কেউ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও আমরা পাশে দাঁড়াই । কেউ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও আমরা পাশে দাঁড়াই । তাই নৈহাটি নিয়ে কারও প্ররোচনায় পা দেবেন না । জেলাশাসককে বলে গেলাম, তিনি সব দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন ।"