পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Health Workers Protest: পৌর স্বাস্থ্যকর্মী কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন - পৌর স্বাস্থ্যকর্মী কর্মসূচি ঘিরে ধুন্ধুমার

ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ইন্দিরা ভবন চত্বর ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের (Health Workers Protest) ৷

Health Workers
ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন

By

Published : Feb 16, 2023, 9:30 PM IST

পৌর স্বাস্থ্যকর্মী কর্মসূচি ঘিরে ধুন্ধুমার

বিধাননগর, 16 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফ থেকে আজ সল্টলেকে নগরায়ন দফতরে মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ঘিরে ধুন্ধুমার । আন্দোলনকারীদের সঙ্গে ইন্দিরা ভবনের অদূরে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের । মিছিলের অনুমতি না থাকায় তাদের আটকে দেয় পুলিশ আধিকারিকরা । আর সেখানে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Chaos over Health Workers Protest) । এদিন সকাল থেকে ইন্দিরা ভবনের কাছে জমায়েত হতে শুরু করে বিক্ষোভকারীরা । কোনরকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রাখা হয় বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী ।

ছয় দফা দাবি নিয়ে আজ তাদের এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি । পশ্চিমবাংলার সমস্ত পৌরসভাগুলিতে হাজার হাজার স্বাস্থ্যকর্মী রয়েছে ৷ যারা পৌরসভার অভ্যন্তরে মা শিশু ও সাধারণ জনগণের পরিষেবা দিয়ে থাকে । অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে দফতর বহির্ভূত বহু কাজ করতে হয় তাদের । বছরের পর বছর একই পদে খুবই সামান্য বেতন ভাতায় সরকারি কর্মীরা কাজ করছেন ৷ এইভাবে কাজ করলেও পৌরস্বাস্থ্যকর্মীরা সরকারি কর্মী স্বীকৃতি থেকে বঞ্চিত বলেও অভিযোগ ।

অবসরকালীন বয়সসীমা 65 বছর করার প্রতিশ্রুতি দিলেও বহুদিন ধরে তা নিয়ে টালবাহানা চলছে । দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু ঘটলেও কোন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় না । এইভাবে তাদের বছরের পর বছর কাজ করতে হচ্ছে । সেই কারণে আজ সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীরা ছয় দফা দাবি নিয়ে নগরায়ন ভবনে মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ডেপুটেশন জমা দিতে আসেন । এর পাশাপাশি ইন্দিরা ভবনের কাছে তাদের অবস্থান-বিক্ষোভ চলে ।

তাদের দাবি, পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরের সময়সীমা 65 বছর ও অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা করতে হবে।পৌর স্বাস্থ্য কর্মীদের সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। পেনশন পিএফ গ্রাচুইটি চালু করতে হবে । রুরাল আশা ও আরবান আসাদের একই সঙ্গে সমস্ত সরকারি অর্ডার দিতে হবে । কোন ইনসেনটিভ নয়, ফিক্সড বেতন ভাতা বৃদ্ধি করতে হবে । কর্মরত অবস্থায় কোন কর্মীর মৃত্যু হলে, মৃত্যুজনিত আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে কাজ দিতে হবে । পৌর স্বাস্থ্যকর্মীদের ন্যূনতম বেতন একুশ হাজার টাকা দিতে হবে ।

আরও পড়ুন:স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ এক আশা কর্মী

ABOUT THE AUTHOR

...view details