পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জগদ্দলে খণ্ডযুদ্ধ, পুলিশকে লক্ষ্য করে ইট ; গাড়ি ভাঙচুর - Police car Vandalised

জগদ্দলে পুলিশের গাড়িতে ভাঙচুর । পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কমব্যাট ফোর্স ও কুইক রেসপন্স টিম ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Jun 15, 2019, 12:04 PM IST

Updated : Jun 15, 2019, 3:32 PM IST

জগদ্দল, 15 জুন : সকাল থেকেই উত্তপ্ত জগদ্দলের ঘোষপাড়া । ব্যবসায়ীদের অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভ চরম আকার নেয় । পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালায় অবরোধকারীরা । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কমব্যাট ফোর্স ও কুইক রেসপন্স টিম ।

দেখুন ভিডিয়ো

স্থানীয়দের অভিযোগ, গতকাল তল্লাশির নামে উত্তর 24 পরগণার জগদ্দলের বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা । তারা পুলিশের পোশাক পরে এসে দোকানে ভাঙচুর চালায় । এর জেরে আজ সকালে ঘোষপাড়া এলাকায় পথ অবরোধ করে স্থানীয় ব্যবসায়ীরা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছাতেই এই অবরোধ বিক্ষোভের আকার নেয় । পুলিশি নিষ্ক্রিয়তার দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । পালটা লাঠিচার্জ করে পুলিশও । উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।

Last Updated : Jun 15, 2019, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details