বারাসত, 23 অগস্ট: বিজেপি'র আইন অমান্য কর্মসূচি ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারাসতে জেলাশাসকের দফত চত্বরে (BJP agitation at Barasat)। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের প্রথমে বচসা ও পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ৷ ক্রমে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে জেলাশাসকের কার্যালয়ের সামনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ ধাক্কাধাক্কি এবং লাঠিচার্জের জেরে বিজেপি'র কয়েকজন কর্মীসমর্থক আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের । তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে ।
'চোর ধরো জেল ভরো'-এই স্লোগানকে সামনে রেখে এদিন বিকেলে বিজেপি'র আইন অমান্য কর্মসূচি ছিল বারাসতে জেলাশাসকের দফতরে (Barasat DM Office) ৷ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি'র মহিলা নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul) । তাঁর সঙ্গে ছিলেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ বিজেপি'র অন্যান্য নেতৃবৃন্দ । এই কর্মসূচি শুরুর অনেক আগেই জেলাশাসকের দফতর চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ মোতায়েন করা হয়েছিল জলকামানও । কার্যত দুর্গে পরিণত হয়েছিল জেলার প্রশাসনিক ভবন চত্বর । স্লোগান এবং পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের কুশপুতুল দাহের মধ্য দিয়ে আইন অমান্যের চেষ্টা করেন বিজেপি নেতা ও কর্মীরা ।