বারাসত, 5 জানুয়ারি : বিভিন্ন দাবিতে শিক্ষক, অশিক্ষক, শিক্ষাকর্মীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার জেলাশাসকের দপ্তর চত্বর । ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দপ্তরে প্রবেশের চেষ্টা করায় আন্দোলনকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে । বাধা পেয়ে গেটের সামনেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা । বেশ কিছু সময় ধরে চলে সেই অবস্থান বিক্ষোভ ।
11 জানুয়ারি নবান্ন অভিযানকে সামনে রেখে জেলায় জেলায় জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফে । স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস, পূর্ণ শিক্ষকের মর্যাদা সহ মোট 20 দফা দাবিতে এদিন উত্তর 24 পরগনা জেলাশাসকের দপ্তর অভিযানের ডাক দেয় ওই সংগঠন । সেই মতো এদিন দুপুরে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ব্যানারে অশিক্ষক কর্মীরা প্লাকার্ড নিয়ে প্রথমে বারাসতের রাজপথে মিছিল করে । পরে, সেই মিছিল এসে জমায়েত হয় জেলাশাসকের দপ্তরের সামনে । মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড করা হয়েছিল দপ্তরের সামনের রাস্তায় । মোতায়েন ছিল পুলিশ । তা সত্বেও আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দপ্তরে প্রবেশের চেষ্টা করে । তখন বাধা দেয় পুলিশ কর্মীরা । শুরু হয় ধস্তাধস্তি । জেলাশাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে কোনওরকমে পরিস্থিতির সামাল দেয় পুলিশ । দপ্তরের ভিতরে প্রবেশ করতে না পেরে গেটের সামনেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে শিক্ষক কর্মীরা । যা বেশ কিছুক্ষণ ধরে চলে । পরে,পুলিশের সাহায্যে সংগঠনের এক প্রতিনিধি দল তাঁদের দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেয় জেলাশাসকের কাছে ।