ভাটপাড়া, 15 জুলাই : ফের অশান্ত ভাটপাড়া । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই । মুহুর্মুহু বোমা পড়ছে এলাকায় । এদিকে, পৌরসভায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । ঘেরাও করা হয় ভাটপাড়া ফাঁড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে RAF ।
আজ সকাল সাড়ে ন'টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনে শুরু হয় অবরোধ । বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল । প্রায় দু'ঘণ্টা পর অবরোধ উঠে গেলেও, শুরু হয় নতুন করে অশান্তি । শুরু হয় বোমাবাজি । ভাটপাড়া পৌরসভায় ঢুকে অবাধে ভাঙচুর চালানো হয় ।