পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেওয়াল লিখন ঘিরে নৈহাটিতে TMC-BJP উত্তেজনা - election

দেওয়াল লিখনকে কেন্দ্র করে নৈহাটিতে TMC-BJP উত্তেজনা। অর্জুন সিংকে কটূক্তি করার অভিযোগও ওঠে। নৈহাটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

TMC-BJP উত্তেজনা

By

Published : Apr 6, 2019, 11:13 PM IST

Updated : Apr 6, 2019, 11:59 PM IST

ব্যারাকপুর, 6 এপ্রিল : দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP-র হাতাহাতি হল। ব্যারাকপুর লোকসভাকেন্দ্রের নৈহাটি পাওয়ার হাউজ় মোড়ে BJP-র দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থানে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং। অভিযোগ তাঁকে কটূক্তি করে তৃণমূল কংগ্রেসের লোকজন। পালটা BJP-র তরফে স্লোগান চলে। চলতে থাকে উত্তপ্ত বাদানুবাদ। পরে নৈহাটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেখুন ভিডিয়ো

BJP কর্মীদের দাবি, নৈহাটি পাওয়ার হাউজ় মোড়ে বিজয় ঘোষ নামে এক ব্যক্তির অনুমতি নিয়ে তাঁর বাড়ির দেওয়ালে লিখছিল তারা। সেই সময় তৃণমূলের লোকজন এসে তাদের বাধা দেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, আগে থেকেই বিজয় ঘোষের স্ত্রী তাদের দেওয়াল লেখার অনুমতি দিয়েছিল।

নৈহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক চট্টোপাধ্যায় বলেন, "আগে থেকেই আমাদের অনুমতি নেওয়া ছিল। এখন বিজয় ঘোষ দুই দলকেই দেওয়াল লিখতে নিষেধ করেছে। কিন্তু এটা একটা বাড়ি দখল করার পরিকল্পনা। অর্জুন সিং বাইরে থেকে গুন্ডা এনে এলাকায় এই পরিস্থিতি তৈরি করেছে। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। তিনি যদি মনে করেন সন্ত্রাস করবেন তাহলে তৃণমূলও প্রস্তুত আছে।"

অন্যদিকে অর্জুন সিং বলেন, "আমাদের কাছে অনুমতি আছে। আমি জানি না কেন ওরা ঝামেলা করছে। এখানকার চেয়ারম্যান ছেলেপুলে নিয়ে এসে গন্ডগোল করছে। মণ্ডল সভাপতিকে মারধর করছে। বলছে দেওয়াল লিখতে দেব না। BJP শাসক দলের চোখ রাঙানিকে ভয় পায় না।" এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Last Updated : Apr 6, 2019, 11:59 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details