মধ্যমগ্রাম, 21 ফেব্রুয়ারি: এবার ‘টুম্পা সোনা’ গানের বিরোধিতা করে সিপিএমকে আক্রমণ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।
রবিবার সকালে মধ্যমগ্রাম জেলা তৃণমূল পার্টি অফিসে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির হয়েছিলেন চন্দ্রিমা ৷ সেখানে তিনি বলেন, ‘‘এত স্থূল একটা প্রচার বাংলার মানুষ অন্তত আশা করেনি সিপিএমের কাছ থেকে ৷ 34 বছরে অনেক যন্ত্রণা দিয়েছে ৷ সেই যন্ত্রণার জবাব মানুষ 2011 সালেই দিয়েছে ৷ এই ধরনের স্থূল প্রচারে মধ্যে দিয়ে গালাগাল দেওয়া হয়েছে বাংলার মহিলাদের ৷’’
‘টুম্পা সোনা’ গানের মাধ্যমে সিপিএমের বিগ্রেড যাওয়ার ডাককে-ও কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর প্রশ্ন, ‘‘বিগ্রেডে যত মহিলা যাবেন, তাঁরা সবাই কি টুম্পা? টুম্পা বলে মহিলাদের অপমান করার স্পর্ধা কে দিয়েছে? এই গানে রীতিমতো মহিলাদের অপমান করা হয়েছে ৷ এটা কোন জায়গার জীবনমুখী গান? সিপিএমের মহিলা সংগঠন কি অস্তিত্ব হারিয়েছে? তাঁরা কেন কিছু বলছেন না? আমরা এই ধরনের গানের তীব্র বিরোধিতা করছি ৷’’