পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান - north 24parganas news

আজ সকাল সাতটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান তুষার সিংয়ের মৃত্যু হয় ।

বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের জীবনাবসান
বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের জীবনাবসান

By

Published : Sep 9, 2020, 6:37 PM IST

বাদুড়িয়া, 9 সেপ্টেম্বর : প্রয়াত বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান তুষার সিং । গত কয়েক মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । কয়েকদিন আগে চিকিৎসার জন্য তাঁকে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । তবে সেখানে কোরোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ।

আজ সকাল সাতটা নাগাদ ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 48 বছর । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারবাবু ফুসফুসের অসুখে ভুগছিলেন । তুষারবাবুর অকালমৃত্যুতে বাদুড়িয়ার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে । 2002 সাল থেকে বাদুড়িয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে দলীয় কর্মীদের সামলেছেন । কংগ্রেসের খাসতালুকে তাঁর উদ্যোগেই তৃণমূল বাদুড়িয়াতে সংগঠন বাড়াতে সক্ষম হয় ।

পাঁচ বছর আগে তিনি বাদুড়িয়ার পৌরসভার চার নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হন । দলের পক্ষ থেকে তাঁকে পৌরসভার চেয়ারম্যান পদে বসানো হয় । চেয়ারম্যান হিসাবে গত পাঁচ বছর তিনি বাদুড়িয়া শহরে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন । আজ তাঁর মৃত্যুর খবর আসতেই অনুরাগীরা তাঁর বাড়িতে ভিড় করেন । অন্য রাজনৈতিক দলের কর্মীরাও পরিবারকে সমবেদনা জানান ।

ABOUT THE AUTHOR

...view details