হাবরা, ৩ মার্চ : "একটা বোমা কোথায় পড়েছে দেখাতে পারেনি। কোথায় শত্রুপক্ষকে খতম করেছে তা দেখাতে পারেনি। পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট করে দিয়েছে।" গতকাল হাবরার পৃথিবা পঞ্চায়তের একটি অনুষ্ঠানে এসে এয়ারস্ট্রাইক নিয়ে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদার।
বোমা কোথায় পড়েছে দেখাতে পারেনি, বিশ্বের কাছে মাথা হেঁট করেছে : কাকলি - Kakali Ghosh Dastidar
বিশ্বের কাছে মাথা হেঁট করেছে : কাকলি
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। তা নিয়ে প্রথমে ভারতীয় বায়ুসেনাকে প্রশংসায় ভরিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এয়ারস্ট্রাইক নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "কতজন জঙ্গি খতম হয়েছে? আসলে বোমা কোথায় পড়েছে? সেটি কি নির্দিষ্ট টার্গেটেই পড়েছিল? আমাদের তা জানার অধিকার রয়েছে।" তা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার এয়ারস্ট্রাইক নিয়ে জঙ্গি খতমের দাবিকে মিথ্যা বলে অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ।
কাকলি ঘোষদস্তিদার বলেন, "কেউ আক্রমণ করেনি। তা সত্ত্বেও ৪০টি টেলিভিশন চ্যানেল বলে দিল বিশাল যুদ্ধ হয়েছে। রয়টার্স, BBC, ওয়াশিংটন পোস্টসহ পৃথিবীর একাধিক সংবাদমাধ্যম বলছে, কেন মিথ্যা কথা বলছে এই সরকার?" পাশাপাশি, তিনি বলেন, "সরকার মিথ্যা বোঝায়। আর তাদের লোক, তাদের সরকার, তাদের চর এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। যাতে এলাকায় শান্তি বজায় থাকে। শান্তি ছাড়া উন্নয়ন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই ওদের হিংসা হচ্ছে। সকলের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।"