পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তপ্ত ভাটপাড়ায় জারি 144 ধারা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

গতরাতে ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি পথসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে বোমাবাজি চলে । তার জেরেই আজ সকাল থেকে ভাটপাড়া এলাকায় জারি হয়েছে 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

By

Published : May 1, 2019, 1:30 PM IST

Updated : May 1, 2019, 2:47 PM IST

মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী

ভাটপাড়া, 1 মে : তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়ায় সকাল থেকে জারি করা হয়েছে 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ সবমিলিয়ে একটি অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে ভাটপাড়া এলাকা ৷ আগামীকাল ভাটপাড়ার জিলাপি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ৷ তাই যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন ৷

এই ঘটনায় BJP-র তরফে অভিযোগ করা হয়, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও BJP-র তরফে অভিযোগ করা হয় ৷

BJP নেতা অর্জুন সিং বলেন, "মদন মিত্র কামারহাটি থেকে দুষ্কৃতী নিয়ে এসে কাল পথসভা করেছিল ৷ দুষ্কৃতীদের ছোড়া বোমায় দুই কিশোর আহত হয় ৷ এর ফলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়েছে ৷ তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা খুবই খারাপ ৷ পুলিশ আধিকারিক সামসের আলি বাড়ি বাড়ি গিয়ে নিরীহ 17 জন লোককে আটক করে ৷ এমন কী কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত পুলিশ ভুল পথে চালিত করছে ৷ নির্বাচন কমিশনকে বলেছি, IC সামসের আলিকে জগদ্দল এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেওয়া হোক ৷"

স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা আতঙ্কে আছি ৷ আমরা গরিব মানুষ ৷ দিন আনি দিন খাই ৷ আমরা চাই এলকায় যেন শান্তি ফিরে আসে ৷ "

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ তালুকদ্দার বলেন, "এই ঘটনা BJP ঘটিয়েছে ৷ ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ গতকাল 13 নম্বর ওয়ার্ডে আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী ও মদন মিত্র যে সভা করেছিলেন তাতে জনপ্লাবন হয়েছে ৷ তা দেখে ওরা সহ্য করতে না পেরে বোমা, গুলি মেরেছে ৷ এইসব করে তৃণমূল কংগ্রেসকে আটকাবে ? সেটা অসম্ভব ৷"

Last Updated : May 1, 2019, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details