পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে রুটমার্চ শুরু আধাসেনার, আশ্বাস মানুষের পাশে থাকার

ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, তার উদ্য়োগ শুরু করল কেন্দ্রীয় বাহিনী ৷ বারাসত পুলিশ জেলার বিভিন্ন এলাকায় শুরু করল রুটমার্চ ৷ আমজনতার সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করলেন আধাসেনা জওয়ানরা ৷ সঙ্গে ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারাও ৷

west bengal assembly election 2021_wb_n24_01_central force root march on habra_vis_byte_raju_10009
বারাসতে রুটমার্চ শুরু আধাসেনার, আশ্বাস মানুষের পাশে থাকার

By

Published : Feb 28, 2021, 2:31 PM IST

বারাসত, 28 ফেব্রুয়ারি: ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে পাশে থাকার বার্তা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ রবিবার সকাল থেকেই উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিলেন তাঁরা। সঙ্গে ছিলেন স্থানীয় থানার পুলিশ কর্তারা। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর এই তৎপরতায় খুশি জনতা ৷

শনিবার রাতেই বারাসত পুলিশ জেলার জন্য নির্ধারিত তিন কোম্পানি এসএসবি জওয়ানরা এসে পৌঁছন ৷ বিভিন্ন দলে ভাগ হয়ে তাঁরা পৌঁছে যান পুলিশ জেলার ন’টি থানায়। কোথাও রাতেই পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ আবার কোথাও সকালে পৌঁছেই ভোটারদের আশ্বস্ত করতে রাস্তায় নামেন তাঁরা ৷ লক্ষ্য একটাই, ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো ৷ যা দেখা গেল এদিন হাবড়া থানা এলাকায় ৷

রবিবার সকালেই হাবড়া থানায় এসে পৌঁছয় এক কোম্পানি আধা সামরিকবাহিনী ৷ তাদের স্বাগত জানান বারাসত পুলিশ জেলার ডিএসপি রহেদ শেখ, হাবড়া থানার আইসি গৌতম মিত্র ৷ এরপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাবড়ার বিভিন্ন এলাকায় টহল দেন তাঁরা ৷ বিশেষ করে বিভিন্ন বাজার ও দোকানে যান ওই দুই পুলিশ কর্তা- সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা ৷ সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে চান,ভোটের আগে কোনও ভয়-ভীতি রয়েছে কি না ৷ থাকলে স্থানীয় থানার পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয় ৷

আরও পড়ুন :শ্রীরামপুর কমিশনারেট এলাকায় শুরু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি

বাদ যায়নি মহিলা ও পথচলতি সাধারণ মানুষও ৷ তাঁদেরও একইভাবে আশ্বস্ত করে করা হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর তরফে ৷ এই বিষয়ে বারাসত পুলিশ জেলার ডিএসপি রহেদ শেখ বলেন, ‘‘ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের কোনও অসুবিধা আছে কি না,তা আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জানার চেষ্টা করছি ৷ যাতে তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো যায় ৷’’

ভোট শুরুর আগে অবধি ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন এসপি ৷ সব মিলিয়ে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর টহল ও তৎপরতায় খুশি আমজনতা ৷

ABOUT THE AUTHOR

...view details