পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা সচেতনতার বার্তা দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালন বাগদায় - করোনা সচেতনতার বার্তা দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালন বাগদায়

কবিগুরুর জন্মজয়ন্তীতে উত্তর 24 পরগণার বাগদার হেলেঞ্চা ক্লাব সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে বাজার পরিক্রমা করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশ মতো দোকান বন্ধ এবং মাস্ক পরবার আবেদন জানায়।

করোনা সচেতনতার বার্তা দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালন বাগদায়
করোনা সচেতনতার বার্তা দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালন বাগদায়

By

Published : May 9, 2021, 2:50 PM IST

বাগদা, 9 মে : দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তার মধ্যে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। উত্তর 24 পরগণার বাগদার হেলেঞ্চাতে অভিনব পন্থায় করোনা সচেতনতা বার্তার মধ্যে দিয়ে স্থানীয় ক্লাবের উদ্যোগে পালিত হল কবিগুরুর জন্মজয়ন্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্তারা।

এদিন সকালে ক্লাব সদস্যরা ও প্রশাসনিক কর্তারা রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেন। জন্মজয়ন্তী উপলক্ষে বাগদার হেলেঞ্চা বাজারে হেলেঞ্চা সবুজ সংঘের পক্ষ থেকে করোনা সচেতনতায় জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়। পথচলতি যেসব মানুষ মাস্ক না পরে বাজারঘাটে ঘোরাঘুরি করছিলেন, তাঁদের ক্লাবের সদস্যরা গলায় ফুলের মালা পরিয়ে হাতে মাস্ক তুলে দেন। রাস্তায় ছবি এঁকে সচেতনতার বার্তাও দিয়েছেন সাধারণ মানুষকে।

করোনা সচেতনতার বার্তা দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালন বাগদায়

পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে ক্লাব সদস্যরা একযোগে বাজার পরিক্রমা করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশ মতো দোকান বন্ধ এবং মাস্ক পরবার জন্য আবেদন জানান।

আরও পড়ুন :কেন্দ্রীয় টিম নয়, কোভিড টিম পাঠানো উচিত; ফের মমতার সুর অধীরের গলায়

উদ্যোগ প্রসঙ্গে ক্লাব সম্পাদক প্রবীর কীর্তনীয়া বলেন, "করোনা মহামারীর কালে মানুষকে স্বাস্থ্যবিধি মানার সচেতনতার বার্তার মাধ্যমে আমরা কবিগুরুর জন্মজয়ন্তী পালন করলাম। সামাজিক দায়বদ্ধতার কথা ভেবেই হেলেঞ্চা সবুজ সংঘের এই উদ্যোগ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details