বাগদা, 9 মে : দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তার মধ্যে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। উত্তর 24 পরগণার বাগদার হেলেঞ্চাতে অভিনব পন্থায় করোনা সচেতনতা বার্তার মধ্যে দিয়ে স্থানীয় ক্লাবের উদ্যোগে পালিত হল কবিগুরুর জন্মজয়ন্তী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্তারা।
এদিন সকালে ক্লাব সদস্যরা ও প্রশাসনিক কর্তারা রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেন। জন্মজয়ন্তী উপলক্ষে বাগদার হেলেঞ্চা বাজারে হেলেঞ্চা সবুজ সংঘের পক্ষ থেকে করোনা সচেতনতায় জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়। পথচলতি যেসব মানুষ মাস্ক না পরে বাজারঘাটে ঘোরাঘুরি করছিলেন, তাঁদের ক্লাবের সদস্যরা গলায় ফুলের মালা পরিয়ে হাতে মাস্ক তুলে দেন। রাস্তায় ছবি এঁকে সচেতনতার বার্তাও দিয়েছেন সাধারণ মানুষকে।