বিধাননগর, 23 সেপ্টেম্বর: দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল আয়া ৷ কিন্তু সেই আয়ার মারধরের জেরেই মৃত্যু হয়েছে এক বৃদ্ধার ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে অন্তত এই তথ্য মিলেছে বলে দাবি বিধাননগর পুলিশের ৷ পুলিশ ওই আয়াকে গ্রেফতার করেছে ৷ আর তার পরই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশি জেরায় সোফিয়া নামের ওই আয়া জানিয়েছেন যে রাতের বারবার ঘুমের ব্যাঘাত হওয়ায় তিনি ওই বৃদ্ধাকে মারধর করেন ৷ তার জেরেই ওই বৃদ্ধার মৃত্যু হয় ৷
বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বর্য সাগর জানিয়েছেন, গত 11 সেপ্টেম্বর সকালে বাগুইআটির অনুপমা আবাসনের বাসিন্দা ওই বৃদ্ধা মারা যান ৷ মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মীয়রা সেখানে আসেন ৷ শেষকৃত্যও হয় ৷ তখনও কারও মনে কোনও সন্দেহ হয়নি ৷ গত 19 সেপ্টেম্বর কালা মিশ্রা নামে ওই বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভি ফুটেজ দেখেন পরিবারের সদস্যরা ৷ তার পরই বছর সত্তরের ওই বৃদ্ধাকে মারধরের ঘটনাটি সামনে আসে ৷
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বৃদ্ধার কাছে বারবার এসে তাঁকে মারধর করছেন সোফিয়া নামের ওই আয়া ৷ ঘটনাটি ঘটেছে গত 10 সেপ্টেম্বর রাতে ৷ তার পরদিন সকালেই বৃদ্ধার মৃত্যু হয় ৷ এই সিসিটিভি ফুটেজ দেখার পরই বাগুইআটি থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের হয় ৷ তদন্তে নেমে পুলিশ সোফিয়া নামের ওই আয়াকে গ্রেফতার করে ৷