পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder in Baguiati: ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে মারধর করে খুন আয়ার ! সিসিটিভি ফুটেজে সামনে এল তথ্য - বিধাননগর কমিশনারেট পুলিশ

Baguiati Murder Case: আয়ার মারধরে বাগুইআটিতে এক বৃদ্ধার মৃত্যু ৷ অভিযুক্ত আয়াকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেট পুলিশ ৷ পুলিশকে ওই আয়া জানিয়েছেন যে বারবার ঘুমের ব্যাঘাত ঘটায় তিনি ওই বৃদ্ধাকে মারধর করেন ৷ আত্মীয়রা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি ৷ পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিষয়টি সামনে আসে ৷

Murder
Murder

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 4:26 PM IST

ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে মারধর করে খুন আয়ার ! সিসিটিভি ফুটেজে সামনে এল তথ্য

বিধাননগর, 23 সেপ্টেম্বর: দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল আয়া ৷ কিন্তু সেই আয়ার মারধরের জেরেই মৃত্যু হয়েছে এক বৃদ্ধার ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে অন্তত এই তথ্য মিলেছে বলে দাবি বিধাননগর পুলিশের ৷ পুলিশ ওই আয়াকে গ্রেফতার করেছে ৷ আর তার পরই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশি জেরায় সোফিয়া নামের ওই আয়া জানিয়েছেন যে রাতের বারবার ঘুমের ব্যাঘাত হওয়ায় তিনি ওই বৃদ্ধাকে মারধর করেন ৷ তার জেরেই ওই বৃদ্ধার মৃত্যু হয় ৷

বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বর্য সাগর জানিয়েছেন, গত 11 সেপ্টেম্বর সকালে বাগুইআটির অনুপমা আবাসনের বাসিন্দা ওই বৃদ্ধা মারা যান ৷ মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মীয়রা সেখানে আসেন ৷ শেষকৃত্যও হয় ৷ তখনও কারও মনে কোনও সন্দেহ হয়নি ৷ গত 19 সেপ্টেম্বর কালা মিশ্রা নামে ওই বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভি ফুটেজ দেখেন পরিবারের সদস্যরা ৷ তার পরই বছর সত্তরের ওই বৃদ্ধাকে মারধরের ঘটনাটি সামনে আসে ৷

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বৃদ্ধার কাছে বারবার এসে তাঁকে মারধর করছেন সোফিয়া নামের ওই আয়া ৷ ঘটনাটি ঘটেছে গত 10 সেপ্টেম্বর রাতে ৷ তার পরদিন সকালেই বৃদ্ধার মৃত্যু হয় ৷ এই সিসিটিভি ফুটেজ দেখার পরই বাগুইআটি থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের হয় ৷ তদন্তে নেমে পুলিশ সোফিয়া নামের ওই আয়াকে গ্রেফতার করে ৷

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার দেখাশোনার জন্য নারায়ণপুরের একটি আয়া সেন্টার থেকে দু’জন আয়া রাখা হয়েছিল ৷ একজন দিনে থাকতেন ৷ আর একজন রাতে ৷ ওই রাতে সোফিয়া ছিলেন ৷ রাতে তাঁর ঘুমে বারবার ব্যাঘাত হচ্ছিল ওই বৃদ্ধার জন্য ৷ সেই কারণে তিনি ওই বৃদ্ধাকে মারধর করেন ৷ প্রায় সারা রাত ধরেই চলে এই অত্যাচার ৷ বৃদ্ধা একাই ওই ফ্ল্যাটেই থাকতেন ৷ সেই কারণে মারধরের বিষয়টি সম্পর্কে আত্মীয়রা কিছুই জানতেন না ৷

বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বর্য সাগর তাই বিধাননগরের বাসিন্দাদের এই বিষয়ে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন ৷ কারণ, বিধাননগর এলাকায় অনেক সিনিয়র সিটিজেন রয়েছেন ৷ তাঁদের দেখাশোনার জন্য অনেকে এখানে আয়ার কাজ করেন ৷

আরও পড়ুন:নাগেরবাজারে বাগানবাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

ABOUT THE AUTHOR

...view details