পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সারদা তদন্তে CBI-র উচিত মুখ্যমন্ত্রীকে ডাকা : সুজন - cm

"মুখ্যমন্ত্রীর উচিত CBI-কে গিয়ে বলা। উনি যেটা আজ বলেছেন, যে সারদার যে আসল নায়ক প্রধানমন্ত্রীর পাশে গিয়ে বসে। কে নায়ক, কীভাবে নায়ক উনি জানেন। এখন ওনার কাজ CBI-র দপ্তরে গিয়ে তথ্য দিয়ে আসা।" গতকাল একথা বললেন সুজন চক্রবর্তী।

মঞ্চে সুজন চক্রবর্তী

By

Published : Apr 8, 2019, 6:57 AM IST

Updated : Apr 8, 2019, 3:30 PM IST

বারাসত, 8 এপ্রিল : "সারদা তদন্তে CBI-র উচিত মুখ্যমন্ত্রীকে ডাকা। কারণ তাঁর কাছে অনেক তথ্য আছে।" বারাসতে এক নির্বাচনী সভায় যোগ দিতে এসে একথা বললেন সুজন চক্রবর্তী। গতকাল বারাসতে প্রার্থী হরিপদ বিশ্বাসের সমর্থনে একটি সভা করে বামেরা। সেখান থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইশুতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।

৪ পুলিশ অফিসারের বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী এর জন্য দায়ি। মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে যে অফিসাররা বসে থাকেন তাঁদের দিয়ে নিরপেক্ষ ভোট করা সম্ভব নয়। পঞ্চায়েত নির্বাচনে রিটার্নিং অফিসারের অফিস দখল হয়ে যায়। ভোটকর্মী আর্তনাদ করলে যদি পুলিশ তাকে সাহায্য করে না। DM বলে যা হচ্ছে বেশ হচ্ছে, তাহলে তাঁদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন করানো সম্ভব নয়। কমিশন কাকে আনবে কাকে আনবে না সেটা কথা নয়। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট হলেই হবে। সেই নিশ্চয়তা দেওয়া কমিশনের কাজ। যদিও কোনও অফিসার ভেবে থাকে যেমন চলছে চলবে তাহলে বলছি উর্দিটা খুলে রাখুন তৃণমূলের ঝান্ডা ধরে যান। দু'টো কাজ একসঙ্গে চলবে না। এমনও অফিসার আছেন যারা অফিসে লোকজনকে ডেকে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলছেন। না হলে গাঁজা কেস দেওয়ার কথা বলছেন। এই অফিসারদের তুর্কি নাচন নাচাব। এরা ভোট করবে সেটা হতে পারে না। মানুষকে নিরাপত্তা দেওয়া কমিশনের কাজ না হলে আমরা ছাড়ব না।"মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে যে অফিসাররা বসে থাকেন তাদের দিয়ে নিরপেক্ষ ভোট করা সম্ভব নয়।"

ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

সারদা ও নারদা নিয়ে যখন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ চরমে তখনই এই বিষয়টি নিয়েও খোঁচা দেন সুজন। বলেন, "মুখ্যমন্ত্রীর উচিত CBI-কে গিয়ে বলা। উনি যেটা আজ বলেছেন, যে সারদার যে আসল নায়ক প্রধানমন্ত্রীর পাশে গিয়ে বসে। কে নায়ক, কীভাবে নায়ক উনি জানেন। এখন ওনার কাজ CBI-র দপ্তরে গিয়ে তথ্য দিয়ে আসা। যদি উনি না দেন তাহলে আমরা CBI-কে বলব ওনাকে ডাকতে। কারণ উনি অনেক কিছু জানেন। প্রকাশ্যে সেকথা বলেছেন।"

Last Updated : Apr 8, 2019, 3:30 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details