বিধাননগর, 7 জুন : সকাল 10:45 থেকে বেলা 3টে 20 । CBI-য়ের তদন্তকারী দল ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে । দফায় দফায় প্রায় চার ঘণ্টা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেন সারদা কাণ্ডে তদন্তকারী অফিসার তথাগত বর্ধন, DSP পদমর্যাদার এক CBI আধিকারিক-সহ SP মর্যাদার বেশ কয়েকজন আধিকারিক । বিধাননগরের পুলিশ কমিশনার ও SIT-এর প্রধান হিসেবে তাঁর ভূমিকা কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা। CBI সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অর্ণব ঘোষের সঙ্গে তাঁর বক্তব্যে অমিল থাকায় ফের তাকে ডাকা হতে পারে ।
সারদা-কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী প্রায় মাস খানেক পলাতক থাকার পর কাশ্মীরের সোনমার্গ থেকে যখন ধরা পড়েন তখন বাজেয়াপ্ত হয় অনেক কিছুই । কিন্তু ল্যাপটপ বাদে কোনও কিছুই CBI-এর হাতে আসেনি । সেই সব জিনিস কোথায় এবং কেনই বা ল্যাপটপের তথ্য ঘাঁটাঘাঁটি করা হয়েছিল আজ তা জানতে চাওয়া হয় রাজীবের কাছে । পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার এবং SIT-এর প্রধান হিসেবে তিনি কীভাবে সারদা তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছিলেন সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তিনি যে সিদ্ধান্তগুলি নিতেন তা উঁচুতলার নির্দেশে করতেন কী না, সেটিও রাজীবের কাছে জানতে চাওয়া হয় । একইসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে যে সমস্ত নথিপত্র এবং অকাট্য প্রমাণ এখনও অবধি CBI-কে দেওয়া হয়নি সেগুলির কোথায় তাও জানতে চাওয়া হয় তাঁর কাছে । সূত্রের খবর, বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজীব ।