পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় নিহত ভিকি যাদবের বাড়িতে সিবিআইয়ের তদন্তকারীরা - ভোট পরবর্তী হিংসা মামলা

Bhatpara Murder Case: ভাটপাড়ায় ভিকি যাদব খুন-কাণ্ডে এবার নড়েচড়ে বসল সিবিআই-ও । ভোট পরবর্তী হিংসা মামলায় অন‍্যতম সাক্ষীর খুনের তদন্তে এবার তৎপর হলেন সিবিআই আধিকারিকরা ।

Bhatpara Murder Case
Bhatpara Murder Case

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 8:27 PM IST

ভাটপাড়া, 25 নভেম্বর: তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ও । এর কারণ অবশ্যই ভোট পরবর্তী হিংসা মামলায় অন‍্যতম সাক্ষী ভিকি যাদবের গুলিতে খুন হয়ে যাওয়া । যেহেতু বিজেপি কর্মী আকাশ যাদব খুনের মামলার তদন্ত করছে সিবিআই, সেহেতু এই খুনের মামলার সাক্ষীর দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়ার ঘটনার তদন্তেও এবার তৎপর হলেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা ।

যা স্পষ্ট হয়েছে শনিবার ৷ এ দিন দুপুরে আচমকাই সিবিআইয়ের দুই সদস্যের টিম নিহত ভিকি যাদবের জগদ্দলের পুরানী তালাও এলাকার বাড়িতে হাজির হন । তদন্তের স্বার্থে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গেও । যদিও এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি সিবিআইয়ের আধিকারিকরা ।

ভাটপাড়ায় নিহত ভিকি যাদবের বাড়িতে সিবিআই

এ দিন নিহত ভিকি যাদবের বাড়িতে যান সিবিআইয়ের দুই সদস্যের টিম । প্রথমে বাড়ির সামনে দাঁড়িয়ে ভিকির ছোট ভাইয়ের সঙ্গে কথা বলেন তাঁরা । পরে বাড়ির সামনে পুকুরের ধারে পরিবারের একজনকে চেয়ারে বসিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের মধ্যে । সূত্রের খবর, প্রায় 15 থেকে 20 মিনিট নিহতের বাড়ি ও তাঁর আশপাশে ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা । এরপর পুলিশের স্টিকার লাগানো সাদা একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা ।

ভাটপাড়ায় নিহত ভিকি যাদবের বাড়িতে সিবিআই

প্রসঙ্গত, 2021-এর বিধানসভা ভোটের আগে রহস্যজনক মৃত্যু হয় বিজেপি কর্মী আকাশ যাদবের । পরে খুনের অভিযোগ তোলে নিহতের পরিবার । সেই খুনের ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে । ভোট পরবর্তী হিংসা মামলার সঙ্গে যুক্ত হয় এই খুনের মামলাও । এই খুনের অন‍্যতম সাক্ষী ছিলেন আকাশের ঘনিষ্ঠ ভিকি যাদব । সিবিআই-ও কয়েকবার জেরা করে তাঁকে । আদালতে এই খুনের মামলায় সাক্ষ্যও দেন ভিকি যাদব । তার জন্য জেলেও যেতে হয় কয়েকজনকে । এখনও আসামীরা জেলেই রয়েছেন ।

কয়েকদিন আগে জেল থেকে ভিকির কাছে হুমকি ফোন আসে বলে খবর পরিবার সূত্রে । সেই হুমকি ফোনে তাঁকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় । তার পরপরই এই হত্যাকাণ্ড । বাড়ির সামনেই গুলিতে ভিকির শরীর ঝাঁঝরা করে দেয় আততায়ীরা । সেই খুনের ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট । খুনের সাহায‍্যকারী দু'জনকে গ্রেফতারও করা হয়েছে । তবে, খুনের বরাত পাওয়া চার সুপারি কিলার এখনও অধরা । তারই মাঝে ভিকি যাদব খুনে তৎপরতা শুরু হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মধ্যে ।

আরও পড়ুন:

  1. খুনিদের সহযোগিতা করার অভিযোগ, ভাটপাড়া খুনে 2 জনকে পাকড়াও পুলিশের
  2. 24 ঘণ্টা পরও অধরা ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের আততায়ীরা
  3. ভাটপাড়ায় শুট আউট! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

ABOUT THE AUTHOR

...view details