বীজপুর, 5 সেপ্টেম্বর: সন্মার্গ চিট ফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু সাহানি ৷ তিনি আবার হালিশহর পৌরসভার পৌরপ্রধান । সেই ঘটনার তদন্তে নেমে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ রবিবার হালিশহরের মোট 6 টি জায়গায় ম্যারাথন অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, তবে দীর্ঘ 10 ঘণ্টার পর ফাঁকা হাতেই ফিরতে হয়েছে সিবিআই কর্তাদের (CBI gives NIL Certificate after to Bijpur TMC MLA House ) ।
এই ঘটনার কিছুক্ষণ পরেই সুবোধ অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক । সাংবাদিকদের তিনি বলেন, "আমাদের এভাবে ছোট করা যাবে না ৷" এক সাংবাদিক 'বিনা নোটিসে তল্লাশি চালানো'র কথা উল্লেখ করলে মন্ত্রী তাঁকে সমর্থন করে জানান, তিনি চান সাংবাদিকরাই এই কথা বলুন ৷ তবে সিবিআই আধিকারিকদের প্রতি তাঁর অভিযোগ নেই ৷ এ প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, "সিবিআই (CBI) অফিসারদের আমি এক ইঞ্চি দোষ দিই না ৷ তাঁদের উপর রাজনৈতিক চাপ আছে ৷ তাই তাঁর বাধ্য হচ্ছেন ৷"
আরও পড়ুন: হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে উদ্ধার দেশি বন্দুক