পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chit Fund Case: চিটফান্ড প্রতারণা মামলায় বিজেপি নেতা-সহ চারজনকে গ্রেফতার সিবিআইয়ের - বিজেপি

2014-র একটি চিটফান্ড প্রতারণা মামলায় (Chit Fund Case) সিবিআই গ্রেফতার করল অশোকনগরের বিজেপি নেতা স্বপনকুমার দে-কে ।

CBI arrested one BJP Leader and three others in Chit Fund Case
Chit Fund Case: চিটফান্ড মামলায় অশোকনগরের বিজেপি নেতা-সহ চারজনকে গ্রেফতার সিবিআইয়ের

By

Published : Sep 28, 2022, 8:09 PM IST

Updated : Sep 28, 2022, 8:47 PM IST

অশোকনগর (উত্তর 24 পরগনা), 28 সেপ্টেম্বর : 2014-র একটি চিটফান্ড প্রতারণা মামলায় (Chit Fund Case) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন অশোকনগরের এক বিজেপি (BJP) নেতা । ধৃতের নাম স্বপনকুমার দে । একই মামলায় লক্ষ্মণ শ্রীনিবাসন, উত্তম মুন্সি ও শুভকুমার বন্দোপাধ্যায়কে পাকড়াও করা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে ।

সূত্রের খবর, মঙ্গলবার ওই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা-সহ কোম্পানির চারজনকে ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে । সেখানে ম‍্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলে । কিন্তু, উত্তরে সন্তুষ্ট হতে না পেরে রাতে গ্রেফতার করা হয় চিটফান্ড মামলায় অভিযুক্ত এই চারজনকে । চিটফান্ড মামলায় বিজেপি নেতা গ্রেফতারে তুঙ্গে উঠেছে শাসক ও গেরুয়া শিবিরের রাজনীতি । দাবি, পাল্টা দাবি ঘিরে রীতিমতো সরগরম হয়ে উঠেছে অশোকনগর পৌরসভা এলাকা ।

অশোকনগর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে বাড়ি বিজেপি নেতা স্বপন কুমার দে-র । একসময় পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করতেন তিনি । 2016 সালে পৌরসভার প্রায় তিন কোটি টাকা তছরূপ করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই বিজেপি নেতাকে । প্রায় 79 দিন জেলও খাটেন তিনি । তার জেরে পৌরসভার চাকরি থেকে বরখাস্ত করা হয় বিজেপি নেতা স্বপনকুমার দে-কে ।

এবার চিটফান্ড প্রতারণা মামলায় তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো । বিজেপি সূত্রে খবর, দু'বছর আগেও তিনি পার্টির বিভিন্ন পদ অলংকৃত করে ছিলেন । কখনও জেলা সম্পাদক, আবার কখনও জেলা কমিটির সাধারণ সদস্য হিসেবে পার্টির কাজ দায়িত্ব সহকারে করে গিয়েছেন স্বপনবাবু । ইদানীং পার্টির কোনও স্তরে ছিলেন না বলেই জানা গিয়েছে বিজেপি সূত্র মারফত ।

এদিকে, এই ইস্যুতে হাতে নতুন অস্ত্র পেয়ে গিয়েছে শাসক শিবির । গেরুয়া শিবিরকে নিশানা করতেও ছাড়েনি তারা । বিষয়টি নিয়ে অশোকনগর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল (Trinamool Congress) নেতা প্রবোধ সরকার বলেন, "যেটা হওয়া উচিত, সেটাই হয়েছে। পাপ বাপকেও ছাড়ে না । অন‍্যায় করলে তাঁর সাজা হবেই । বিজেপির একজন কনভেনার চিটফান্ড মামলায় গ্রেফতার হচ্ছে । আর বিজেপির নেতারা বড় বড় কথা বলছে । এটা লজ্জার বিষয় ৷"

যদিও ধৃতের সঙ্গে দলের দূরত্ব তৈরি করার চেষ্টা করেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । তিনি বলেন, "একসময় স্বপনকুমার দে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই । দলে জায়গা না পেয়ে তিনি একসময় তৃণমূলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন । কোনও কারণে হয়তো তিনি শাসকদলে নাম লেখাতে পারেননি । এসবের পরও যদি ধরে নিই স্বপনবাবু বিজেপির সঙ্গে জড়িত, তাহলে তো বলতে হয় সিবিআই ঠিকভাবেই কাজ করছে । তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ যে কতটা ঠুনকো, তা এর থেকেই স্পষ্ট । আমাদের দাবি যারাই দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের যেন উপযুক্ত শাস্তি দেয় সিবিআই এবং ইডি ৷"

আরও পড়ুন :দুর্নীতির অভিযোগে বাড়ি ঘেরাও, পিছন দরজা দিয়ে পালালেন প্রধান ও তাঁর স্বামী

Last Updated : Sep 28, 2022, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details