কলকাতা, 2 সেপ্টেম্বর: চিটফান্ড মামলায় (Chit Fund Case) হালিশহর পৌরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে (Raju Sahani) গ্রেফতার করল সিবিআই (CBI) ৷ শুক্রবার রাজুর হালিশহরের বাড়িতে পৌঁছে যান সিবিআই গোয়েন্দারা ৷ সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তাঁরা ৷ পাশাপাশি, রাজুকেও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পরে হালিশহরের ওই বাড়ি থেকেই রাজু সাহানিকে আটক করে নিয়ে আসা হয় নিউ টাউনে ৷ এদিন দুপুরে রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া-2-এ অবস্থিত একটি ফ্ল্য়াটে ৷ এরপর রাজুর মালিকানায় থাকা সেই ফ্ল্যাটেও তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই ফ্ল্যাট থেকে নগদ 80 লক্ষ টাকা উদ্ধার করা হয় ৷ তারপরই গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে ৷ রাতেই রাজু সাহানিকে নিজাম প্যালেসে আনা হয় ৷
নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ টাউনের ফ্ল্যাট থেকে যে পরিমাণ নগদ উদ্ধার (Cash Recover) করা হয়েছে, তার পরিমাণ আরও বাড়তে পারে ৷ শেষ পাওয়া খবর অনুসারে, উদ্ধার হওয়া নগদের পরিমাণ 80 লক্ষ টাকা ৷ পরে ওই একই ফ্ল্য়াট থেকে একটি ওয়ান শটার উদ্ধার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁরা জানিয়েছেন, চিটফান্ডের টাকা গোপনে থাইল্য়ান্ডের ব্যাংক অ্য়াকাউন্টে পাঠিয়েছিলেন রাজু ৷