পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেগঙ্গায় রক্তদান শিবিরের অনুমতি বাতিল ; জনতা-পুলিশ সংঘর্ষে জখম 20, ধৃত 5

রক্তদান শিবিরের অনুমতি বাতিল করায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দেগঙ্গা বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দেগঙ্গা ক্লাবের সদস্যরা ৷ বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা ৷ সংঘর্ষের জেরে জখম 20 জন ৷ এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ৷

By

Published : Sep 14, 2019, 4:56 PM IST

Updated : Sep 14, 2019, 5:36 PM IST

ধৃত পাঁচ বিক্ষোভকারী

বারাসত, 14 সেপ্টেম্বর : রক্তদান শিবিরের অনুমতি বাতিল ঘিরে পুলিশ ও জনতার সংঘর্ষে অগ্নিগর্ভ উত্তর 24 পরগনার দেগঙ্গা ৷ লাঠিচার্জ ও ইটের আঘাতে জখম উভয়পক্ষের 20 জন ৷ পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে ৷

গতকাল বিকেলে দেগঙ্গা ফুটবল ক্লাবের রক্তদান শিবিরের অনুমতি বাতিল করায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দেগঙ্গা বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্লাবের সদস্যরা ৷ সেই বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারাও ৷ খবর পেয়ে সেখানে আসে দেগঙ্গা থানার পুলিশ ৷ প্রথমে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হলেও তাতে আমল দেননি বিক্ষোভকারীরা ৷ প্রায় আধ ঘণ্টা পর পুলিশ জোর করেই অবরোধ তুলতে গেলে প্রথমে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে ৷ পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের ৷ এরপর‌ উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে ৷ প্রথমদিকে, সংখ্যায় কম থাকায় পিছু হটতে বাধ্য হয় দেগঙ্গা থানার পুলিশ ৷ পরে RAF ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে আসে ৷ অভিযোগ, ঘটনাস্থানে এসেই RAF বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে ৷ মহিলাদেরও নিগৃহীত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ পালটা জনতা‌ রুখে দাঁড়ালে দুপক্ষরে মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ৷ কার্যত অগ্নিগর্ভের চেহারা নেয় দেগঙ্গা বাজার এলাকা ৷ পরে আরও পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷ প্রাক্তন প্রতিরক্ষা কর্মী বিশ্বজিৎ দাসের অভিযোগ, "আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম ৷ কিন্তু, পুলিশ সেই আন্দোলনে নির্বিচারে লাঠি চালিয়েছে ৷ একপ্রকার ফেলে পেটানো হয়েছে ৷ বাদ যাননি মহিলারাও ৷ কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না ৷ "

আরও পড়ুন : দেগঙ্গায় ভেজাল গুঁড়ো মশলা কারবারের হদিস, গ্রেপ্তার ২

দেগঙ্গা ক্লাব কর্তৃপক্ষের দাবি, প্রথমে তাদের রক্তদান শিবিরের অনুমতি দেয় প্রশাসন ৷ সেইমতো সমস্ত আয়োজন‌ও করা হয়েছিল ৷ কিন্তু, গতকাল বিকেলে হঠাৎই দেগঙ্গা থানার পুলিশ এসে জানায়, রক্তদান শিবিরের অনুমতি বাতিল করা হয়েছে ৷ তার প্রেক্ষিতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ প্রথমে অনুমতি দেওয়ার পরও কীভাবে তা বাতিল করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ যদিও, পুলিশের পালটা বক্তব্য, কোনও অনুমতিই দেওয়া হয়নি ৷ বিনা অনুমতিতে রক্তদানের আয়োজন করা হয়েছিল ৷ তাই সেটা বাতিল করা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো

সংঘর্ষের ঘটনায় প্রায় 15 জন এলাকাবাসী জখম হন ৷ এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পাশাপাশি জনতার ছোড়া ইটের আঘাতে পাঁচ পুলিশকর্মীও সামান্য জখম হন ৷ পুলিশের একটি গাড়ির কাচ‌ও ভেঙে গেছে ৷ পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে দেগঙ্গা থানার পুলিশ ৷ রাতভর তল্লাশি চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ৷ ধৃতরা হল সমীরণ দে, অনিমেষ হালদার, রতনকান্তি দত্ত, সুরজিৎ ঢালি ও চঞ্চল নাগ ৷ এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ ৷ আজ দুপুরে ধৃতদের পাঁচজনকে বারাসত আদালতে তোলা হয় ৷

Last Updated : Sep 14, 2019, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details