বসিরহাট, 21 সেপ্টেম্বরহ : পাচারের আগেই 6টি কানাডিয়ান হাঁস উদ্ধার করল পুলিশ । ঘটনায় দুই পাচারকারীকেও হাতেনাতে ধরা হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল আমিন মিস্ত্রি ও রবিউল মিস্ত্রি । মঙ্গলবার বসিরহাটে ইছামতী সেতুর উপর বাইক আরোহী ওই দু'জনের কাছে বড় মাপের থলে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশের । তল্লাশি চালাতেই থলের ভিতর থেকে উদ্ধার হয় 6টি কানাডিয়ান হাঁস । যার বাজারমূল্য লক্ষাধিক টাকা । উদ্ধার হওয়া হাঁসগুলি পরে বন দফতরের হাতে তুলে দিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে কানাডিয়ান প্রজাতির এই হাঁসগুলি চোরাপথে আনা হয়েছিল । এদের মাথা এবং ঘাড় কালো ও সাদা রঙের হয়ে থাকে । চোয়ালের নিচের অংশে সাদা ও বাদামি রং থাকে । এরা উড়তেও পারে । এই প্রজাতির এক-একটি হাঁসের ওজন কমপক্ষে 5-6 কেজি পর্যন্ত হয়ে থাকে । একটি হাঁসের বর্তমান বাজার দর প্রায় 20 হাজার টাকা । লক্ষাধিক টাকা মূল্যের এই কানাডিয়ান হাঁসগুলি হাড়োয়ায় পশু পাচারে জড়িত এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ । এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে ।