ঠাকুরনগর, 7 নভেম্বর: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়াদের ধর্মীয় অনুষ্ঠানে এসে সিএএ লাগু করার প্রতিশ্রুতি আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর ৷ কেন্দ্রীয় সাংস্কৃতিক ও সংসদীয় মন্ত্রালয়ের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) জানালেন, পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবেই (CAA will implement in West Bengal) ৷ প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান মেঘওয়াল ৷ প্রসঙ্গত, গুজরাতে সম্প্রতি সিএএ লাগু করে সংখ্যালুঘদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে ৷ যা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ গুজরাতের পর রাজ্যেও সিএএ লাগু হবে ৷"
এ দিন অর্জুন রাম মেঘওয়াল বলেন, "কেন্দ্রীয় সরকার চায় মতুয়াদের নাগরিকত্ব দিতে ৷ সেই কারণে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে ৷ রুলস ফ্রেম করতে কিছু টেকনিক্যালি সমস্যা আছে ৷ সেগুলোকে দূর করা হচ্ছে ৷ নাগরিকত্ব দেওয়া হবে ৷ কিন্তু কিছুটা সময় লাগছে ৷" পাশাপাশি, পশ্চিমবঙ্গে সিএএ লাগু করা নিয়ে সমস্যার বিষয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আইন তৈরি করেছে ৷ রাজ্যের সমস্যা থাকলে, প্রয়োজনে তা সমাধান করা হবে ৷"
আরও পড়ুন:এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু