দত্তপুকুর, 25 অক্টোবর: দত্তপুকুরে রহস্য মৃত্যু ব্যবসায়ীর । জরুরি কাজে রবিবার সন্ধ্যায় 50 হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি । তার পর আর বাড়ি ফেরেননি । সোমবার সকালে বাড়ির অদূরের বাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । প্রাথমিক ভাবে আত্মহত্যার তত্ত্ব উঠে এলেও, মৃতের পরিবার এবং পাড়া-পড়শিরা তা মানতে নারাজ । খুন করে ওই ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মত তাঁদের ।
উত্তর 24 পরগনার দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকায় সোমবার লিয়াকত আলি (45) নামের ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিয়াকতের দুই পায়ে দড়ি বাঁধা ছিল । মা দু’টি মাটিতেই ঠেকে ছিল তাঁর ৷ বুকে জড়ানো ছিল একটি ওড়না ৷ এতেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে ৷ পরিবার ও স্থানীয়দের প্রশ্ন, আত্মঘাতী হয়ে থাকলে এসব কেন করতে যাবেন লিয়াকত ? তাহলে কি টাকা লুঠ করতে এসে লিয়াকতকে খুন করা হয়েছে ? আততায়ীদের চিনে ফেলাতেই কি খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে ? উঠছে এমন প্রশ্নও ৷ তবে তার সদুত্তর মেলেনি ৷
আরও পড়ুন:Corona in Bengal : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কমে 805, বাড়ল মৃত্যু
লিয়াকতের রহস্য মৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ব্যবসার ক্ষেত্রে পুরনো শত্রুতা থেকে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের ৷ আবার যে 50 হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন লিয়াকত, তা-ও মিলছে না ৷ তাই টাকা লুঠ করতেই তাঁকে খুন করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ সবমিলিয়ে রহস্য ক্রমশ বাড়ছেই ৷ তবে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে শান্তিতে সংসার করা লিয়াকত হাসিখুশি মানুষ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ হাটে গরুর ব্যবসা করতেন তিনি ৷ এলাকা যথেষ্ট পরিচিতিও ছিল ৷ কখনও কোনও গন্ডগোলে তাঁর নাম জড়ায়নি ৷ এমন মানুষ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না, সে কথা মানতে পারছেন না কেউই ৷
এমন ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ লিয়াকতের এক আত্মীয় আতিয়ার রহমান বলেন, ‘‘পা দু’টি মাটির সঙ্গে ঠেকে ছিল ৷ এটা আত্মহত্যা হতে পারে না ৷ খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ সঠিক ভাবে তদন্ত হলেই বেরিয়ে আসবে ৷ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা ৷’’ লিয়াকতের মামা মহম্মদ মতিয়ার রহমান বলেন, ‘‘ভোরবেলা ফোন পেয়ে ছুটে আসি ৷ জানতে পারি, রাতে বাড়ি ফেরেনি ভাগ্নে ৷ পেয়ারা বাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এটা আত্মহত্যা নয় ৷ ওকে খুনই করা হয়েছে ৷ পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে ৷’’
আরও পড়ুন:Dilip Ghosh : মুরলিধর সুকান্ত-শুভেন্দুময়, পদ খোয়াতেই পার্টি অফিস থেকে উধাও দিলীপের ছবি
খুনের সম্ভাবনা উড়িয়ে দেননি পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় তৃণমূল নেতা আব্দুল মান্নান মধুও ৷ তাঁর কথায়, ‘‘শুনেছি লিয়াকতের কাছে ৫০ হাজার টাকা ছিল ৷ ওই টাকা লুঠের উদ্দেশ্যেই ওকে খুন করা হয়ে থাকতে পারে ৷ পুলিশ নিশ্চয়ই সঠিক ভাবে তদন্ত করবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে ৷’’ লিয়াকতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ তার রিপোর্ট পাওয়া গেলেই অনেক সন্দেহ দূর হয়ে যাবে বলে মনে করছে তারা ৷