মধ্যমগ্রাম, 23 ডিসেম্বর : মধ্যমগ্রামে প্রোমোটিং ব্যবসায়ী অশোক সর্দারকে খুনের ঘটনায় তৃণমূলকেই দায়ি করলেন মৃতের ছেলে ৷ নিহতের ছেলে লাল্টু সরদারের অভিযোগ, বিজেপি করায় তাঁর বাবাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। খুনের পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র।
গতকাল দুপুরে বারাসত হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে তিনি অভিযোগ করে বলেন, "সকালে তাঁর বাবাকে ফোন করে ডেকে আনা হয়েছিল মধ্যমগ্রামে।এরপর সেখানেই গুলি করে হত্যা করা হয় তাঁকে।" তবে, কে বা কারা ফোন করে ডেকে এনেছিল সেবিষয়ে সুস্পষ্টভাবে কোনও নাম বলতে পারেননি নিহতের ছেলে লাল্টু। তাঁর কথায়, "2014 সাল থেকেই আমরা বিজেপির সঙ্গে জড়িত। দু'দিন আগেও বাড়িতে পার্টির বৈঠক আয়োজিত হয়েছিল। তখন থেকেই তৃণমূলরা তক্কে তক্কে ছিল কিছু একটা ঘটনাের। সেটাই সত্যি হল"। লাল্টুর মতে, "অনেকেই আমাকে বলত, বিজেপি পার্টি করছিস কেন। মরতে হবে। আমি যুব সমাজের কাছে আবেদন করছি, আজ আমার বাবা খুন হয়েছে। কাল অন্য কারও বাবা খুন হতে পারে। তৃণমূলের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে।"