ইছাপুর, 17 অগস্ট:তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 3 অভিযুক্ত ৷ বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা থেকে তাদেরকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ অভিযুক্তরা হলেন রাণা মণ্ডল, ঝন্টু রাজবংশী, এবং প্রদীপ রাজবংশী ৷ একজন ইছাপুর মায়াপল্লীর বাসিন্দা ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 6 জন গ্রেফতার হল ৷
ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে, 2020 সালে আহত রবিন দাসের সঙ্গে এই তিনজনের একটি গন্ডোগোল হয়েছিল ৷ সেই পুরনো শত্রুতার জেরেই এই গুলি চালানোর ঘটনা । অভিযুক্তরাই গুলি চালানোর জন্য সুপারি দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে তিনজন দুষ্কৃতীকে ইছাপুরে আশ্রয় দিয়েছিল ৷ শুধু তাই নয় আগ্নেয়াস্ত্র সরবারাহ করেছিল।
চলতি মাসের 3 তারিখ ইছাপুর মায়াপল্লীর 21 নম্বর রেলগেট এলাকায় দিনের বেলায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ এই ঘটনার তদন্তে নেমে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পশ্চিম মেদিনীপুর থেকে দু‘জন ও পরে আরও একজনকে গ্রেফতার করে । তাদের জিজ্ঞাসাবাদেই উঠে আছে আরও 3 অভিযুক্তের নাম ৷ আজই তাদের গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷