বারাসত, 1 মে : কোরোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন এক ওষুধ ব্যবসায়ী । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করতেও দেওয়া হয়েছিল । রিপোর্টে জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত নন । স্বস্তি বারাসতের ওষুধ ব্যবসায়ী মহলে ।
মঙ্গলবার হাসপাতালে ভরতি হওয়ার পর ওই ব্যবসায়ীর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয় । তিনবারই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । কোরোনা আক্রান্ত না হওয়ায় তাঁকে আজ বিকেলে ব্যারাকপুরের কোরোনা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । ওই ওষুধ ব্যবসায়ীর বারাসত স্টেশন সংলগ্ন পঞ্চানন মার্কেটে একটি ওষুধের দোকান রয়েছে । এই মার্কেটে শ'খানেক পাইকারি ওষুধের দোকান রয়েছে । জরুরি পরিষেবার জন্য লকডাউনেও ওষুধ ব্যবসায়ীরা মানুষের কথা ভেবে দোকান খুলছিলেন । এরই মধ্যে জ্বরে আক্রান্ত হন তিনি । জ্বর না কমায় তাঁকে ব্যারাকপুরের বেসরকারি কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । তারপরই কোরোনা আতঙ্ক ছড়ায় মার্কেটে । শেষে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা ।