মৃত ব্যবসায়ীর স্ত্রী ও এলাকাবাসীদের বক্তব্য গাইঘাটা, 26 জুন: বাড়ির সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন । মৃতের নাম নিত্যরঞ্জন বিশ্বাস (43)। তার মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর হাজরাতলায় । নিত্যরঞ্জনের হোটেল-সহ একাধিক ব্যবসা রয়েছে । সূত্রের খবর, হোটেল ব্যবসার পাশাপাশি নিষিদ্ধ মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ি থেকে দোকানে আসার কথা বলে বেড়িয়েছিলেন নিত্যরঞ্জন । রাত আনুমানিক 10টা 45 মিনিট নাগাদ বাড়ি ঢোকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী মন্মথ রায়। পরবর্তীতে ব্যবসায়ীর বাড়ির সদস্যদের ডেকে তাঁকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
প্রতিবেশী মন্মথ রায়ের দাবি, "নিত্যর মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । তাকে খুন করা হয়েছে ।" নিত্যরঞ্জনের স্ত্রী মাধুরী বিশ্বাস জানান, তাদের সঙ্গে কারও ঝামেলা ছিল না । এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা তারা বুঝতে পারছেন না । তবে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । রাত থেকে এলাকায় বসেছে পুলিশ পাহারা । পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে খুনের নেপথ্য কারণ হিসেবে একাধিক দিক সামনে আসছে । সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে । খুনের সঙ্গে জড়িত থাকার থাকার সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পঞ্চায়েত নির্বাচনের মুখে খুনের ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে । সকাল থেকে থমথমে রয়েছে এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বসানো হয়েছে পুলিশি পাহারা ৷
আরও পড়ুন : মদ্যপ ভাইয়ের হাতে দাদা খুন