ইছাপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ব্যারাকপুর, 3 অগস্ট:ফের দুষ্কৃতী তাণ্ডব ব্যারাকপুর শিল্পাঞ্চলে । বৃহস্পতিবার নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর মায়াপল্লী 21 নম্বর রেলগেট সংলগ্ন বাজারে ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আহত ব্যাক্তির নাম রবিন দাস ওরফে ডন। গুরুতর জখম ওই ব্যবসায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
ব্যস্ত সময়ে এই ঘটনার পরেই এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ গুলি চালানোর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া, ডেপুটি কমিশনার (নর্থ) শ্রী হরি পাণ্ডে । পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, দুষ্কৃতীরা তিন- চার রাউন্ড গুলি চালিয়েছে ৷ রবিন দাসের শরীরে 2টি গুলি লেগেছে ৷ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে ৷ তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ৷ কে বা কারা কী কারণে গুলি চালাল, তা জানতে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
আরও পড়ুন:রেললাইনে ধসের জেরে শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
আহত ব্যবসায়ী রবিন দাস ওরফে ডন কাউগাছি 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগর বিবেকনগর ক্ষুদিরাম 12 ফুট এলাকার বাসিন্দা ৷ তিনি আগে জমি কেনাবেচার ব্যবসা করতেন বলে জানা গিয়েছে ৷ তবে বিগত এক বছর ধরে ইমারতি দ্রব্যের কারবার শুরু করেছিলেন। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন । আহতের এক নিকট আত্মীয় ঘটনা প্রসঙ্গে জানান, হঠাৎ কেন দুষ্কৃতীরা রবিন দাসকে লক্ষ্য় করে গুলি চালালেন সেই ব্যাপারে কিছুই জানেন না ৷ প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকাল 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মায়াপল্লী 21 নম্বর রেলগেট সংলগ্ন বাজারে গিয়েছিলেন ওই ব্যবসায়ী ৷ ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ফুলের দোকানে দাঁড়িয়ে যখন ফুল কিনছিলেন রবিন দাস, তখনই ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় ৷ এরপর আততায়ীরা পায়ে হেঁটে রেলগেট পার করে ঘোষপাড়া রোড ধরে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।