বনগাঁ, 15 মে : করোনার বাড়বাড়ন্তে দু’সপ্তাহের জন্য কার্যত লকডাউন চলবে রাজ্যে ৷ এই পর্বে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি যানবাহন ৷ মুখ্যসচিবের এই ঘোষণায় ফাঁপরে পড়েছেন বাস, অটো, টোটোর চালক ও কন্ডাক্টাররা ৷
এতদিন আংশিক লকডাউন চলছিল ৷ যাত্রী কমলেও বাস, অটো চলাচলে নিষেধাজ্ঞা ছিল না ৷ মিলছিল বেতন ৷ আজ রাজ্য সরকারের তরফে 16 মে সকাল 6টা থেকে 30 মে পর্যন্ত সমস্ত রকম গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তার মানে আগামীকাল থেকে বাস, অটো, টোটো নিয়ে বেরোতে পারবেন না চালকরা ৷ ফলে আগামীকাল থেকে চালক, কন্ডাক্টাররা রোজগারহীন ৷ শহরের অটো চালকরা বলছেন, লকডাউনের প্রয়োজনীয়তা ছিল ৷ কিন্তু অনেকেই কিস্তিতে অটো নিয়েছেন ৷ মাসে মাসে সেই কিস্তি কীভাবে দেওয়া হবে ? সংসারই বা চলবে কীভাবে ?