পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুটি বাসের সংঘর্ষে আহত ২০

গতকাল সন্ধ্যাবেলায় ভাঙড় –শ্যামবাজার রুটের (91 নম্বর রুট) একটি বাস অল্প কয়েকজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে রাজারহাটের দিকে যাচ্ছিল । সেই সময় শ্যামবাজার-পোলেরহাট রুটের আরেকটি বাস পোলেরহাট ফিরছিল । শিখরপুরের কাছে বৈদিক ভিলেজ সাব স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে 91 নম্বর রুটের বাসটি পোলেরহাটের বাসে মুখোমুখি ধাক্কা মারে ।

দুর্ঘটনায় দুমড়ে, মুচড়ে গেছে বাস

By

Published : Oct 10, 2019, 10:24 AM IST

রাজারহাট, 10 অক্টোবর : দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 20 জন । তার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর । আহতদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন । আহত হয়েছেন একটি বাসের চালকও ৷ শিখরপুরের কাছে বৈদিক ভিলেজে সাব স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের উদ্ধার করে রেকজোয়ানি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বাস দুটিকে আটক করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।

গতকাল সন্ধ্যাবেলায় ভাঙড়–শ্যামবাজার রুটের (91 নম্বর রুট) একটি বাস অল্প কয়েকজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে রাজারহাটের দিকে যাচ্ছিল । সেই সময় শ্যামবাজার-পোলেরহাট রুটের আরেকটি বাস পোলেরহাট ফিরছিল । শিখরপুরের কাছে বৈদিক ভিলেজ সাব স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে 91 নম্বর রুটের বাসটি পোলেরহাটের বাসে মুখোমুখি ধাক্কা মারে । 91 নম্বর বাসের দুই শিশুর মাথা ফেটে যায় ৷ আহত হন কয়েকজন মহিলা ৷ আহত হন আরও কয়েকজন ব্যক্তি । পোলেরহাট রুটের বাসটির কেবিন সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় । আটকে পড়েন ওই বাসের চালক কালাম মোল্লা । ঘণ্টাখানেকের চেষ্টায় গ্যাস কাটার দিয়ে স্টিয়ারিং ও গাড়ির কেবিন কেটে তাঁকে উদ্ধার করা হয় ।

পোলেরহাত রুটের স্টাটার মুকুল মোল্লার অভিযোগ, 91 নম্বর রুটের বাসটির বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনা ঘটেছে । আহতদের মধ্যে কয়েকজনের গুরুতর বলে জানা গেছে ৷

ABOUT THE AUTHOR

...view details