বসিরহাট, 19 সেপ্টেম্বর : ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের । পাচারের আগেই 2 কেজি 240 গ্রাম সোনার বাট-সহ দুই পাচারকারীকে হাতেনাতে ধরলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের কেবিন থেকে বাজেয়াপ্ত হয় এই বিপুল পরিমাণ সোনার বাট । ট্রাকের চালক কমল হাসান এবং খালাসি রজত ঢালিকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । পরে গ্রেফতার করা হয় তাদের ৷ ধৃতদের কাছ থেকে মোট 22টি সোনার বাট উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা । বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল টাকার এই সোনার বাট নিয়ে যাওয়া হচ্ছিল বলে একপ্রকার নিশ্চিত বিএসএফ কর্তৃপক্ষ । বাজেয়াপ্ত হওয়া সোনার বাটগুলি ঘোজাডাঙা শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এদিন বিকেলের দিকে একটি মালবাহী ট্রাক বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় সন্দেহ হওয়ায় ট্রাকটি আটকায় বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এরপর তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ ৷ তাঁরা দেখেন, ট্রাক চালকের কেবিনের নিচে থরে থরে সাজানো সোনার বাট । তৎক্ষণাৎ আটক করা হয় ট্রাকের চালক ও খালাসিকে । পরে তাদের বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে গ্রেফতার করা হয় ৷ ট্রাক থেকে বাজেয়াপ্ত হওয়া 2 কেজি 240 গ্রাম সোনার বাট ঘোজাডাঙা শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ।