বাগদা/কলকাতা, 18 সেপ্টেম্বর: বড় মাপের সোনা চোরাচালান রুখে দিল বিএসএফ । ভারত-বাংলাদেশ সীমান্তে 23 কেজি বিদেশি সোনা-সহ পাচারকারীকে আটক করা হয়েছে । মোটর সাইকেলের এয়ার ফিলটারে লুকিয়ে বাংলাদেশ থেকে 14 কোটি টাকার সোনা নিয়ে আসা হচ্ছিল ভারতে ।
দক্ষিণবঙ্গ সীমান্তের 68 ব্যাটালিয়নের সীমা চৌকি রানঘাটের সতর্ক জওয়ানরা সোমবার রাতে সেই সোনা বাজেয়াপ্ত করেছেন । 50টি সোনার বিস্কুট এবং 16 টি সোনার বার-সহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে । বাজেয়াপ্ত সোনার ওজন 23 কেজি এবং এর আনুমানিক মূল্য 14 কোটি টাকা । চোরাকারবারীরা এই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল । গ্রেফতার চোরাকারবারী ও বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা কাস্টম অফিসে হস্তান্তর করা হচ্ছে ।
গোপন সূত্রের ভিত্তিতে সীমান্ত চৌকি রানঘাটের জওয়ানরা নিশ্চিত খবর পান যে, তাঁদের এলাকায় অবস্থিত ভ্যান মোড় দিয়ে সোনার বিশাল পাচার হতে চলেছে । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমান্ডারের নেতৃত্বে একদল জওয়ান তৎক্ষণাৎ ভ্যান মোড়ে পৌঁছে যান । শুরু হয় নজরদারি । কিছুক্ষণ পরেই, জওয়ানরা এক সন্দেহজনক বাইক আরোহীকে ভ্যান মোড়ের দিকে আসতে দেখেন । বাইক আরোহী কাছাকাছি এলে জওয়ানরা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন । জিজ্ঞাসাবাদের সময় বাইক আরোহী ঘাবড়ে গিয়ে বাইক ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন । কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন জওয়ানরা ৷ এরপর তাঁকে ও তাঁর বাইককে সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয় ।