পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Seized : ভারত-বাংলাদেশ সীমান্তে 80 লাখ টাকার সোনা বাজেয়াপ্ত - সোনা বাজেয়াপ্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয় ! এর আগেও স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে নানা ধরনের জিনিস পাচারের চেষ্টা হয়েছিল । কখনও সোনার বাট, তো রূপোর গয়না ।

Gold Seized
Gold Seized

By

Published : Sep 24, 2021, 7:54 AM IST

স্বরূপনগর, 24 সেপ্টেম্বর : ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের । পাচারের আগেই 1 কেজি 400 গ্রাম সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরলেন বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা‌ । বুধবার রাতে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায় বাইক নিয়ে এক ব্যাক্তিকে সন্দেহজনভাবে ঘোরাঘুরি করতে দেখেন টহলরত জওয়ানরা । বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালাতেই মেলে 12টি সোনার বিস্কুট । যার বাজার মূল্য প্রায় 80 লাখ টাকা ।

বিএসএফ সূত্রে খবর, আটক ওই ব্যাক্তির নাম সুশান্ত মুখোপাধ্যায় । বাড়ি স্বরূপনগরের তারালি এলাকায় । পরে আটক ওই ব্যক্তিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ । পাচারের উদ্দেশেই যে বিপুল টাকার এই সোনার বিস্কুট নিয়ে যাওয়া হচ্ছিল বলে সেবিষয়ে একপ্রকার নিশ্চিত বিএসএফ কর্তৃপক্ষ । তবে ঠিক কোথায় পাচারের ছক ছিল, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয় ! এর আগেও স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে নানা ধরনের জিনিস পাচারের চেষ্টা হয়েছিল । কখনও সোনার বাট, তো রূপোর গয়না । আবার কখনও ফেন্সিডিল কিংবা মাছের চারাপোনা । কিন্তু প্রতিবারই সেই পাচার রুখে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা‌ । সম্প্রতি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে কয়েক কোটি টাকার সোনার বাট বাজেয়াপ্ত করেছিল বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে স্বরূপনগরের তারালি সীমান্ত এলাকা থেকে 1 কোটি 27 লাখ টাকার সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরে বিএসএফ ৷ এবার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তবর্তী এলাকা থেকে বাজেয়াপ্ত হল প্রায় 80 লাখ টাকার সোনার বিস্কুট ।

আরও পড়ুন :Malda CCTV : কড়া নিরাপত্তায় মালদাজুড়ে সিসিটিভি ক্যামেরা, সিদ্ধান্ত জেলাপ্রশাসনের

বিএসএফ সূত্রে খবর, আটক সুশান্তর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ রয়েছে । বাংলাদেশ থেকে চোরাপথে বিভিন্ন ধরনের জিনিস এনে এদেশে পাচার করত সে । আবার কখনও বাংলাদেশও পাচারের জিনিস পাঠাতো চক্র মারফত । ফলে এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতকে নিজেদের হেফাজতে নিতে বৃহস্পতিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details