পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Smuggling Foiled At Swarupnagar: বাংলাদেশে রুপোর গয়না পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ - বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ

ভারত-বাংলাদেশ লাগোয়া স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের তৎপরতায় একটি গাড়ি থেকে উদ্ধার হল 10 কেজি রুপোর গয়না (Smuggling Foiled At Swarupnagar) ৷ তবে কাউকে গ্রেফতার করা যায়নি ৷

Smuggling Foiled At Swarupnagar
বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ

By

Published : Jan 9, 2022, 3:55 PM IST

Updated : Jan 9, 2022, 4:15 PM IST

স্বরূপনগর, 9 জানুয়ারি: একে শীতের রাতের অন্ধকার। তার উপর ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম। এই সুযোগকে কাজে লাগিয়ে রবিবার বাংলাদেশে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু, বিএসএফের তৎপরতায় বানচাল হল সেই পাচারের ছক (Smuggling Foiled At Swarupnagar)। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর রুপোর গয়নাও। ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশ লাগোয়া স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। যদিও টহলরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের দেখতে পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। গাড়ির নম্বর প্লেট খতিয়ে দেখে ইতিমধ্যেই পলাতক পাচারকারীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

একটি 4 চাকার গাড়ির সিটের তলা থেকে প্রায় 10 কেজি রুপোর গয়না উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য 7 লাখ টাকা। বাজেয়াপ্ত হওয়া রুপোর গয়না তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ঘন কুয়াশার মধ্যে হাকিমপুর সীমান্তের দিকে একটি 4 চাকার গাড়িকে দ্রুত গতিতে ছুটে আসতে দেখে সন্দেহ হয় বিএসএফের। এরপরই সীমান্তরক্ষী বাহিনীর 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা গাড়িটির পিছু ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক বুঝে চালক কিছুটা দূরে গাড়িটি থামিয়ে তা ফেলে রেখে পালিয়ে যায়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ জওয়ানদের। লক্ষ্য করেন, গাড়ির সিটের তলায় থরেথরে সাজানো রুপোর গয়না। রুপোর গয়নাগুলি প্লাস্টিকে মোড়া অবস্থায় ছিল।

আরও পড়ুন: ক্রেতা সেজে সোনার দোকানে লুট, গুলিবিদ্ধ এক

গাড়িটি আটক করে ইতিমধ্যে তা তুলে দেওয়া হয়েছে স্বরূপনগর থানার পুলিশের হাতে। প্রাথমিকভাবে বিএসএফের অনুমান, ভোরের ঘন কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ ওই রুপোর গয়না সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল। ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বিএসএফের তরফে।

Last Updated : Jan 9, 2022, 4:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details