পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে 34 লাখ টাকার সোনা-সহ ধৃত 1 পাচারকারী - স্বরূপনগরের বিথারী সীমান্ত

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার রুখল বিএসএফ । এবার বাজেয়াপ্ত হল 34 লাখ টাকার সোনা । শুক্রবার উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারী সীমান্তে বাইকসমেত পাচারকারীকে আটক করল বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ান । ধৃতকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ । তাকে পুলিশি হেফাজতে নিতে এদিন দুপুর নাগাদ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ।

BSF seized 34 lakh rupees gold
ভারত বাংলাদেশ সীমান্তে পাচার রুখল বিএসএফ

By

Published : Jun 25, 2021, 4:18 PM IST

Updated : Jun 25, 2021, 4:41 PM IST

স্বরূপনগর, 25 জুন : পাচারের আগেই 34 লাখ টাকার সোনা আটক করল বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ান । শুক্রবার সকালে উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারী সীমান্তে বাইক সমেত মহম্মদ হাফিজুল সর্দার নামে এক পাচারকারীকে আটক করে জওয়ানরা‌ । বিএসএফের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল টাকার এই সোনা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল । কিন্তু জওয়ানদের তৎপরতায় পাচারকারীর সেই চেষ্টা ব্যর্থ হয় । এর পিছনে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ।

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা দিয়ে হামেশাই বিভিন্ন ধরনের জিনিসপত্র পাচারের চেষ্টা হয় । কয়েকদিন আগেও হাকিমপুর তারালি সীমান্ত থেকে প্রায় 33 কেজি রুপোর গয়না আটক করা হয়েছিল । যার বাজারমূল্য ছিল প্রায় 14 লাখ টাকা । এবার বিথারী সীমান্ত থেকে 34 লাখ টাকার সোনা বাজেয়াপ্ত করল বিএসএফের জওয়ানরা ।

জানা গিয়েছে, এদিন সকালে স্বরূপনগরের বিথারী সীমান্তের দিকে এক ব্যাক্তিকে বাইক নিয়ে আসতে দেখে সন্দেহ হয় 112 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানদের । তাকে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে সে । এরপর পিছু ধাওয়া করে ওই সন্দেহভাজনকে হাতেনাতে পাকড়াও করেন জওয়ানরা । তল্লাশি চালিয়ে মেলে প্রায় 712 গ্রাম সোনা । বাজেয়াপ্ত করা হয় বাইকটিও । পরে ওই সন্দেহভাজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে গ্রেফতার করা হয় তাকে । ধৃতকে পুলিশি হেফাজতে নিতে এদিন দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় । বাজেয়াপ্ত হওয়া সোনা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ ।

এই বিষয়ে ধৃত পাচারকারী মহম্মদ হাফিজুল সর্দার জানায়, বাংলাদেশের রফিকুল গাজির কাছ থেকে সে ওই সোনা নিয়েছিল । কথা ছিল সফিকুল নামে আর একজনের কাছে পৌঁছে দেওয়ার । সেজন্য তাকে বাইকের তেলের খরচসহ একহাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ।

ভারত-বাংলাদেশ সীমান্তে 34 লাখ টাকার সোনা-সহ ধৃত 1 পাচারকারী

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 33 কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত বিএসএফের

এদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে যেভাবে পাচারকারীরা ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে তাতে উদ্বেগ বেড়েছে বিএসএফের । এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য, কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা ।

Last Updated : Jun 25, 2021, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details