বনগাঁ, 7 অগাস্ট : বেআইনিভাবে পদ্মার ইলিশ নিয়ে ভারতে ঢুকতে গিয়ে BSF-র জালে ধরা পড়ল ট্রাক চালক । তাকে আটক করে পুলিশের হাতে দেয় BSF। বুধবার রাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে ।
সীমান্তে BSF-র জালে 11 লাখ টাকার পদ্মার ইলিশ - hilsa fish smuggling
কয়েক বছর আগে তিস্তা নদীর জলবণ্টন বিতর্কের জেরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে । তাই, পাচারকারীরা চোরাপথে বাংলাদেশি ইলিশ আমদানি করার চেষ্টা করছে ।
পুলিশ ও BSF সূত্রে খবর, বুধবার বাংলাদেশ থেকে একটি ট্রাক ভারতীয় সীমানায় ঢুকছিল । BSF-র 179 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাতে তল্লাশি চালান । তখন ট্রাকের কেবিন থেকে নয়টি বড় ব্যাগে বিপুল পরিমাণ ইলিশ মাছ উদ্ধার হয় । ওই পরিমাণ বাংলাদেশি ইলিশের বাজারমূল্য প্রায় 11 লাখ 26 হাজার টাকা বলে BSF জানিয়েছে । BSF চালকসহ ট্রাকটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে । ধৃত চালকের নাম বিপ্লব শীল । বাড়ি বনগাঁর দীনবন্ধু নগরে । ধৃত চালককে পেট্রাপোল থানার পুলিশ বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠায় । বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।
প্রসঙ্গত, কয়েক বছর আগে তিস্তা নদীর জলবণ্টন বিতর্কের জেরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে । বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের ব্যাপক চাহিদা থাকলেও সে দেশের সরকার ভারতে ইলিশ পাঠায় না । তবে বিশেষ ক্ষেত্রে দু'একবার বাংলাদেশি ইলিশ ভারতে ঢুকেছে । সরকারিভাবে কার্যত ইলিশ আমদানি বন্ধই রয়েছে । তাই, পাচারকারীরা চোরাপথে বাংলাদেশি ইলিশ আমদানি করার চেষ্টা করছে । বুধবার রাতে তেমনইভাবে চোরাপথে ইলিশ ভারতে পাচার করতে গিয়ে ধরা পড়ল ট্রাক চালক ।