কলকাতা, 30 সেপ্টেম্বর:ফেরচোরাচালানকে ব্যর্থ করে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল বিএসএফ ৷ আন্তর্জাতিক সীমান্ত থেকে 4টি পিস্তল, 8টি ম্যাগাজিন ও 50টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে । চোরাকারবারীরা অস্ত্রগুলি ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানার আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন 68 ব্যাটালিয়নের মধুপুর এলাকার ।
সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ জওয়ানরা নজরদারি ক্যামেরায় ভারতের দিক থেকে তিনজনকে কাঁটাতার দিকে এগোতে দেখেন । বিএসএফ জওয়ানরা তাদের সতর্ক করেন । চোরাকারবারীদের থামানোর চেষ্টাও করা হয় । কিন্তু তারা সীমান্তের দিকে এগিয়ে আসে থাকে । তখন শূন্যে গুলি চালায় জওয়ানরা । গুলির আওয়াজ শুনে চোরাকারবারীরা ঘন ঝোপের সুযোগ নিয়ে নিজ নিজ দিকে পালিয়ে যায় । তারপরে জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় । এতে একটি ব্যাগ উদ্ধার হয় । যাতে 4টি ইউএসএ-তৈরি পিস্তল, 8টি ম্যাগাজিন এবং 50টি তাজা কার্তুজ পাওয়া যায় । বাজেয়াপ্ত জিনিসপত্র বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে ।