পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Smuggling: বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার কোটি টাকার বিরল প্রজাতির তক্ষক, আটক 6 পাচারকারী - Arrest

বিএসএফ সূত্রে খবর, আটক ওই পাচারকারীদের বিরুদ্ধে আগেও চোরাচালানের অভিযোগ ছিল ৷ বাংলাদেশ থেকে চোরাপথে বিভিন্ন ধরনের জিনিস এনে এদেশে পাচার করত তারা ৷ আবার পাচারের জিনিস বেআইনি ভাবে বাংলাদেশেও পাঠানো হত দালাল মারফত ৷

BSF recovers Gecko worth crore from India Bangladesh border 6 detained
উদ্ধার হওয়া তক্ষক ।

By

Published : Nov 14, 2021, 6:33 PM IST

স্বরূপনগর, 14 নভেম্বর: বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য পেল বিএসএফ । পাচারের আগে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল তারা ৷ পাশাপাশি, 6 পাচারকারীকেও হাতেনাতে ধরলেন বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ‌।

রবিবার ভোরে স্বরূপনগরের সীমান্তবর্তী দুর্গাপুর এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে ব্যাগ হাতে নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন টহলরত জওয়ানরা । সন্দেহ হওয়ায় দাঁড়াতে বলা হয় তাদের । তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধরে ফেলেন জওয়ানরা ৷ এরপর ব্যাগে তল্লাশি চালাতে গিয়েই বিরল প্রজাতির বহুমূল্যের তক্ষকের হদিশ মেলে ।

আটক পাচারকারীদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বিএসএফ-এর অনুমান, বাংলাদেশে তক্ষক পাচারের মতলবে ছিল পাচারকারীরা । কিন্তু তার আগেই পাচারের ছক ভেস্তে যায় ৷ বাজেয়াপ্ত হওয়া ওই তক্ষক বসিরহাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:Bangaon Bjp-Mla : প্রকাশ্যে তৃণমূল কর্মীদের হাত-পা গুঁড়িয়ে দেওয়ার নিদান বনগাঁর বিজেপি বিধায়কের

বিএসএফ সূত্রে খবর, আটক হওয়া ওই পাচারকারীদের বিরুদ্ধে আগেও চোরাচালানের অভিযোগ ছিল ৷ বাংলাদেশ থেকে চোরাপথে বিভিন্ন ধরনের জিনিস এনে এদেশে পাচার করত তারা ৷ আবার পাচারের জিনিস বেআইনি ভাবে বাংলাদেশেও পাঠানো হত দালাল মারফত ৷ এদিনের ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে বিএসএফ কর্তৃপক্ষ ৷

ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারচক্রের সক্রিয়তা নতুন কিছু নয় ৷ আগেও বসিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে নানা ধরনের জিনিস পাচারের চেষ্টা হয়েছে । কখনও সোনার বাট, কখনও আবার রূপোর গয়না, আবার কখনও ফেন্সিডিল কিংবা চারাপোনা । বেশির ভাগ সময়ই সেই পাচার রুখে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা‌ ।

আরও পড়ুন:Tmc Leader Alo Rani Sarkar : গোঁজ প্রার্থী দিলে চামড়া গুটিয়ে নেব, বনগাঁয় হুঁশিয়ারি জেলা তৃণমূল নেত্রীর

সম্প্রতি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে কয়েক কোটি টাকার সোনার বাট বাজেয়াপ্ত করে বিএসএফ-এর 153 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে স্বরূপনগরের তারালি সীমান্ত এলাকা থেকে 1 কোটি 27 লাখ টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরেছিলেন বিএসএফ-এর 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, করোনার বিধিনিষেধে শিথিলতা আসতেই আবারও বসিরহাট এবং স্বরূপনগর সীমান্তে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে ৷ গত এক মাসেরও বেশি সময় ধরে বারবার তা স্পষ্ট হয়েছে। কখনও বাজেয়াপ্ত হয়েছে সোনার বাট,সোনার বিস্কুট, কখনও আবার রূপোর গয়না-সহ বিভিন্ন ধরনের জিনিস ৷ তাই ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details