বসিরহাট, 20 নভেম্বর: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের । পাচারের আগেই স্বরূপনগরের বিথারী সীমান্ত থেকে উদ্ধার হল 24 কেজি রুপোর গয়না (BSF recovered 24 kg silver) । যার বাজারমূল্য প্রায় 11 লক্ষ টাকা । তবে এই ঘটনায় কেউই ধরা পড়েনি বিএসএফের হাতে ।
সূত্রের খবর, সীমান্তে বিএসএফের কড়া টহলদারি দেখে সম্ভবত পাচারকারীরা গ্রেফতারি এড়াতে রুপোর ব্যাগটি সেখানে ফেলে পালিয়ে যায় । সেই ব্যাগ থেকেই মেলে বিপুল পরিমাণ রুপোর গয়না । রবিবার বাজেয়াপ্ত হওয়া এই রুপোর গয়না তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ ।
ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান কিংবা অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয় । আগেও নানা সময়ে বসিরহাট এবং স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাপথে পাচারের ঘটনা ঘটেছে । বেশিরভাগ ক্ষেত্রেই সেই পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফ জওয়ানদের তৎপরতায় । শুধু চোরাচালানের ঘটনার কথা বললে ভুল হবে, অনুপ্রবেশকারীরাও রীতিমতো সক্রিয় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় । এর আগে কখনও মাছের চারা পোনা, তো সোনার বিস্কুট ৷ আবার কখনও রুপোর গয়না পাচারের চেষ্টাও হয়েছে সীমান্ত দিয়ে (Silver Recovered) ।