পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্তে বোমা হামলা গোরু পাচারকারীদের , উড়ল BSF জওয়ানের হাত - miscreants

সূত্রের খবর, ভোররাতে অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টিকে কাজে লাগিয়ে এদেশে ঢুকে পড়ে 25 জন বাংলাদেশি গোরু পাচারকারী। ভারতীয় গোরু পাচারকারীদের থেকে 10-15 টি গোরু নিয়ে সীমান্ত পার করার চেষ্টায় ছিল তারা। ভোর সাড়ে তিনটে নাগাদ পাচারকারীদের দেখতে পান BSF জওয়ানরা। সঙ্গে সঙ্গেই তাদের পথ আটকানো হয়।

BSF জওয়ান

By

Published : Jul 11, 2019, 5:57 PM IST

Updated : Jul 12, 2019, 5:09 AM IST

বনগাঁ, 11 জুলাই : বাধা পেলেই সীমান্তরক্ষীদের উপর হামলা চালাচ্ছে গোরু পাচারকারীরা। মুর্শিদাবাদের পর এবার উত্তর 24 পরগনার বনগাঁ লাগোয়া আংরাইল সীমান্তের ঘটনা। কর্তব্যরত BSF জওয়ানের উপর বোমা ছোড়ে বাংলাদেশি পাচারকারীরা। বোমার আঘাতে উড়ে গেছে তাঁর ডান হাতের কবজির নিচের অনেকটা অংশ।

সূত্রের খবর, ভোররাতে অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টিকে কাজে লাগিয়ে এদেশে ঢুকে পড়ে 25 জন বাংলাদেশি গোরু পাচারকারী। ভারতীয় গোরু পাচারকারীদের থেকে 10-15 টি গোরু নিয়ে সীমান্ত পার করার চেষ্টায় ছিল তারা। ভোর সাড়ে তিনটে নাগাদ পাচারকারীদের দেখতে পান BSF জওয়ানরা। সঙ্গে সঙ্গেই তাদের পথ আটকানো হয়।

ঘটনাস্থান থেকে সীমান্ত মাত্র 200 মিটার। বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে যে দা, হাঁসুয়া, বোমা ও বন্দুক রয়েছে তা প্রাথমিকভাবে বুঝতে পারেননি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বাধা পেয়েই বোমা ছুড়তে শুরু করে পাচারকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, BSF জওয়ানদের প্রাণে মারার চেষ্টা করে পাচারকারীরা। এরপর BSF জওয়ান আনিসুর রহমানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে উড়ে যায় তাঁর ডান হাতের কবজির নিচের কিছুটা অংশ। সেই অবস্থায় এক রাউন্ড গুলি চালিয়ে পাচারকারীদের পথ আটকানোর চেষ্টা করেন তিনি। এরপর ঘটনাস্থানে আসেন অন্য জওয়ানরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু, ততক্ষণে সীমান্ত পার হয়ে যায় পাচারকারীরা। ধরা যায়নি কাউকেই। উদ্ধার করা যায়নি গোরু। সীমান্তরক্ষীদের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, আহত অবস্থায় আনিসুরের চালানো গুলিতে গুরুতর আহত হয়েছে এক পাচারকারীও। আহত অবস্থায় তাকে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আহত আনিসুরকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। তাঁর চিকিৎসা চলছে‌।

Last Updated : Jul 12, 2019, 5:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details