গাইঘাটা, 1 জুলাই : অনুপ্রবেশের অভিযোগে তিন মহিলা ও তিন শিশু সহ 16 জন বাংলাদেশি নাগরিককে আটক করল BSF । গাইঘাটা থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের আপাতত গাইঘাটা থানায় আটক করে রাখা হয়েছে ।
অনুপ্রবেশের অভিযোগে তিন শিশু সহ গ্রেপ্তার 16 বাংলাদেশি - trespassing
গতকাল BSF-এর তরফে জানানো হয়, 24 জুন 10 জন পুরুষ, 3 মহিলা ও 3 শিশুকে বেআইনিভাবে সীমান্ত পার করার অভিযোগে আটক করা হয়েছিল ।
অনুপ্রবেশের অভিযোগে তিন শিশু সহ গ্রেপ্তার 16 বাংলাদেশি
গতকাল BSF-এর তরফে জানানো হয়, 24 জুন 10 জন পুরুষ, 3 মহিলা ও 3 শিশুকে বেআইনিভাবে সীমান্ত পার করার অভিযোগে আটক করা হয়েছিল । গতকাল তাদের গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ তাদের গ্রেপ্তার করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
অন্য এক ঘটনায় গতকাল বনগাঁ থানার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ।