পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারত বাংলাদেশ সীমান্তে সোনার ইট উদ্ধার, গ্রেফতার পাচারকারী - সোনার ইট উদ্ধার

Gold Smuggler Arrested: পাচারের আগে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার সোনার ইট ৷ ঘটনায় গ্রেফতার পাচারকারী সফিকুল সানা ৷ ধৃতের কাছ থেকে 511 গ্রাম ওজনের 2টি সোনার ইট উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া ইটের মূল্য 32 লক্ষ 93 হাজার 37 টাকা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 7:32 PM IST

স্বরূপনগর (উত্তর 24 পরগনা),16 জানুয়ারি: পাচারের আগে উদ্ধার সোনার ইট । উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত গ্রাম তারালী থেকে উদ্ধার করা হয়েছে ইটগুলি । অভিযুক্ত এক পাচারাকরীকেও গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত হওয়া সোনার বাজার মূল্য 32 লক্ষ 93 হাজার 37 টাকা ৷ অভিযুক্ত ওই ব্যক্তি ও উদ্ধার হওয়া সোনা দুটোই তেঁতুলিয়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ সূত্রের খবর, "দক্ষিণবঙ্গ সীমান্তের 112 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি তারালির এলাকায় বিএসএফ জওয়ানদের কাছে আগেই খবর ছিল সোনা পাচারের ৷ সেই মতোই তাঁরা নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছিল ৷ সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পেয়েই টহলরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে ৷ ধৃতের নাম সফিকুল সানা ৷ এরপর ওই ব্যাক্তিকে তল্লাশি করে 511 গ্রাম ওজনের 2টি সোনার ইট উদ্ধার হয় ৷

জিজ্ঞাসাবাদ ধৃত সফিকুল সানা জানায় সে ভারতীয় নাগরিক। জীবিকা নির্বাহের জন্য হাকিমপুর বাজারে কাপড়ের দোকান চালায়। সোমবার হাকিমপুর বাজারের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট পান ৷ যেটি কালো রঙের টেপ দিয়ে মোড়ানো ছিল ৷ সফিকুল সানা সেই প্যাকেটটি লুকিয়ে রেখেছিল ৷ বিএসএফ চেকপয়েন্ট অতিক্রম করার পরে হাকিমপুর মাঠপাড়ায় এক অজ্ঞাত ব্যক্তিকে প্যাকেটটি হস্তান্তর করার কথা ছিল। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তি ৷

এই প্রসঙ্গেই দক্ষিণবঙ্গ বিএসএফের জনসংযোগ আধিকারিক একে আর্য্য বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে।" সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেন পাচারের মতো অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে ৷ চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419-এ জানাতো হবে । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর 9903472227 জারি করেছে। হোয়াটসঅ্যাপ চোরাচালান সম্পর্কিত ভয়েস বার্তাও পাঠানো যেতে পারে। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে একটি উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

আরও পড়ুন:

  1. অন্তর্বাস ও মোবাইলে লুকিয়ে সোনা পাচার, পেট্রাপোল সীমান্তে ধৃত 5
  2. পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের
  3. মাছবোঝাই লরিতে মিলল 2 কোটি 78 লক্ষের সোনা !

ABOUT THE AUTHOR

...view details