স্বরূপনগর, 9 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) ফের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে ৷ বৈধ কাগজপত্র ছাড়াই চোরাপথে এদেশে ঢোকার অভিযোগে 12 জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ (BSF) ৷ পরে তাঁদের তুলে দেওয়া হল স্বরূপনগর থানার পুলিশের হাতে । শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের গাবর্ডা সীমান্ত এলাকায় । পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ । ধৃতদের মধ্যে একজন বালক-সহ বেশ কয়েকজন মহিলাও রয়েছেন । কী উদ্দেশ্যে ধৃতরা এদেশে প্রবেশ করেছিল, তা জানার চেষ্টা চলছে ।
জানা গিয়েছে, গাবর্ডায় শনিবার ভোরের দিকে সীমান্ত পাহারা দেওয়ার কাজ করছিলেন বিএসএফ (Border Security Force) জওয়ানরা । টহল দেওয়ার সময় তাঁরা লক্ষ্য করেন, চোরাপথে কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন । তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাঁদের। তল্লাশি চালিয়ে এদের কারও কাছ থেকেই বৈধ কোনও নথিপত্র মেলেনি বলে খবর বিএসএফ সূত্রে ।
এরপরই আটক করে 12 জনকে নিয়ে যাওয়া হয় বিএসএফ ক্যাম্পে । সেখানে তাঁদের জেরা করে বিএসএফ জানতে পারে, এঁরা সকলেই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । চোরাপথে এদেশে প্রবেশ করে কলকাতায় যাওয়াই তাঁদের উদ্দেশ্যে ছিল বলে জানতে পেরেছে বিএসএফ কর্তৃপক্ষ । কিন্তু সেখানে কী কারণে যেতে চাইছিলেন তাঁরা, তা খতিয়ে দেখা হচ্ছে ।